Ajker Patrika

‘আমরা খামু কি সেটাতো সরকার কইয়া দেয় নাই’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮: ১৫
‘আমরা খামু কি সেটাতো সরকার কইয়া দেয় নাই’

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সোমবার থেকে লকডাউন হতে পারে এমন ঘোষণা করছে সরকার। এই খবরে অনেকটা অসন্তুষ্ট নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। সরকারের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট কোন বার্তা না থাকায় একদিকে যেমন দুশ্চিন্তায় ভুগছেন অন্যদিকে ভয়ও কাজ করছে তাদের মাঝে।   

নিম্নআয়ের শ্রমজীবীরা বলছেন, লকডাউনে কাজ বন্ধ থাকলে তাদের খাবারের ব্যবস্থা কিভাবে হবে? এক সপ্তাহ সংসার চলবে কিভাবে? আজ দুপুরে এমন খবরের পরপরই সাধারণ মানুষের মাঝে এসব প্রশ্ন উঠেছে। 

রাজধানীর পাটুয়াটুলিতে অনেকদিন যাবত ডাব বিক্রি করে সংসার চালান হানিফ মোল্লা। পাঁচ সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনিই। ডাব বিক্রি করে চলে তার পরিবার।

হানিফ বলেন,  ‘লকডাউন দিলে কার লাভ হইব জানিনা। আমরা গরীব মানুষ কই যামু। পাঁচটা পোলা মাইয়ার মুখে কি খাওন দিমু। আগেরবারও সরকার পাঁচটা মাস ঘরে বসাইয়া রাখছে। এবার সাতদিনের জায়গায় আরও কত দিন হইব কে জানে। ভয় করতেছে অনেক। আমরা খামু কি সেটাতো সরকার কইয়া দেয় নাই’।   

সদরঘাটের বাদামতলী এলাকায় ফুটপাতে ফল বিক্রেতা মতিন মিয়া বলেন, সরকার তো লকডাউন দিয়েই শেষ। আমরা বউ-বাচ্চা নিয়ে খামু কি? রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে। এতকিছু তো সরকার চিন্তা করে নাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে রং চা বিক্রেতা হাসান উদ্দিন বলেন, ‘এই দেশের সবকিছু হয় আগে পিছে চিন্তা না কইরা। কালকে মন চাইল আর কালকেই লকডাউন দিল। কিন্তু আমরা বউ পোলাপান নিয়ে কই যামু। কালকে থেকে তো রাস্তায় চা বেচতে পারুম না। চা বিক্রি কইরা সংসারটা চলে। আবার বাড়িত টাকা পাঠান লাগে। এত খরচ সামলামু কেমনে।

আমগো তো বাড়তি কোন টাকা নাই’। 

হাসান উদ্দিনের চায়ের দোকানে চা পান করছিলেন ভ্যানচালক হিরু মিয়া। তিনি বলেন, আমরা গরীব মানুষ। করোনাভাইরাস বুঝি না, লকডাউন বুঝি না। আইজ ভ্যান চালাইলে আইজ পেটে খাওন যাইবো। বন্ধ থাকলে না খাইয়া মরুম। সরকার তো আমগোরে খাওয়া দেয় না।    

লকডাউনের বিষয়ে আদালত পাড়ায় ভ্রাম্যমাণ পানি বিক্রেতা সালাউদ্দিন বলেন, সারাদিন পানি বিক্রি করি এইটা দিয়েই অসুস্থ বাপ মায়ের ওষুধ খরচ আর খাওয়া খরচ চলে। শুনলাম সরকার লকডাউন দিতেছে। তাইলে বাপ-মায়ের মুখে  খাওয়া দিব কেমনে? আমগো গরীব মানুষের জন্য সরকার কী ব্যবস্থা করছে এগুলা তো বলে নাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত