নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া মাটি ভরাট করে কৃষি উপযোগী করতে বলা হয়েছে চট্টগ্রামের ডিসি-এসপিকে।
এর আগে, নির্দেশ অনুযায়ী অনলাইনে যুক্ত হন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সাতকানিয়ার ওসি–ইউএনও। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী উজ্জল পাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে আব্দুল মুনাফ নামের স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ টপসয়েল কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের পরও টপসয়েল কাটা অব্যাহত থাকার বিষয়টি গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় বিষয়টি। এরপর সংশ্লিষ্টদের অনলাইনে তলব করেন হাইকোর্ট।
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া মাটি ভরাট করে কৃষি উপযোগী করতে বলা হয়েছে চট্টগ্রামের ডিসি-এসপিকে।
এর আগে, নির্দেশ অনুযায়ী অনলাইনে যুক্ত হন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সাতকানিয়ার ওসি–ইউএনও। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী উজ্জল পাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের অন্ধকারে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে আব্দুল মুনাফ নামের স্থানীয় বাসিন্দা হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ মার্চ টপসয়েল কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশের পরও টপসয়েল কাটা অব্যাহত থাকার বিষয়টি গত সোমবার হাইকোর্টের নজরে আনা হয় বিষয়টি। এরপর সংশ্লিষ্টদের অনলাইনে তলব করেন হাইকোর্ট।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে