দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন চলে এসেছে। এ মাসেই তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে।
আজ শনিবার ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতি সমাবেশের আয়োজন করে।
সালমান এফ রহমান বলেন, আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখতে চায়। তখন আমি তাদের বলেছি যে, আপনারা আমার সঙ্গে একমত হবে যে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তখন তারা আমার সঙ্গে একমত প্রকাশ করেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলেছিল ২৮ অক্টোবরের পর সরকার আর থাকবে না। কিন্তু আমি ২৯ তারিখ সকালে উঠে দেখি সরকার আছে। তারপর তারা বললো যে ৩ তারিখ থাকবে না। আজকে ৪ তারিখ সরকার এখনো আছে। তাই এই সমস্ত ভুয়া কথা বলে জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন।
জ্বালাও পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে, ভোট দেয় তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। পুলিশ ও সাধারণ মানুষদের ওপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা যারা শিক্ষক আছেন তারাই হচ্ছে আগামী দিনের আমাদের ও বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ আপনারাই ভালো শিক্ষাদান করে ভালো মানুষ তেরি করেন। আর এ জন্য এখন আমাদের জোড় দিতে হবে শিক্ষার মানের দিকে। তাই আমাদের ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, ওসি মোস্তফা কামালসহ অনেকে।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচন চলে এসেছে। এ মাসেই তফসিল ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে।
আজ শনিবার ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দোহার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষক সমিতি সমাবেশের আয়োজন করে।
সালমান এফ রহমান বলেন, আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখতে চায়। তখন আমি তাদের বলেছি যে, আপনারা আমার সঙ্গে একমত হবে যে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তখন তারা আমার সঙ্গে একমত প্রকাশ করেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘তারা (বিএনপি) বলেছিল ২৮ অক্টোবরের পর সরকার আর থাকবে না। কিন্তু আমি ২৯ তারিখ সকালে উঠে দেখি সরকার আছে। তারপর তারা বললো যে ৩ তারিখ থাকবে না। আজকে ৪ তারিখ সরকার এখনো আছে। তাই এই সমস্ত ভুয়া কথা বলে জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন।
জ্বালাও পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদেরকে সমর্থন করে, ভোট দেয় তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন। পুলিশ ও সাধারণ মানুষদের ওপর জুলুম অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না।
শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা যারা শিক্ষক আছেন তারাই হচ্ছে আগামী দিনের আমাদের ও বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ আপনারাই ভালো শিক্ষাদান করে ভালো মানুষ তেরি করেন। আর এ জন্য এখন আমাদের জোড় দিতে হবে শিক্ষার মানের দিকে। তাই আমাদের ছোট থেকেই ধর্মীয় শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশের আলম, দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম, ওসি মোস্তফা কামালসহ অনেকে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে