নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও গোপালগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা) নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাস্তাগুলো ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সর্বত্র সাজ সাজ রব। জেলাজুড়ে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তাব্যবস্থা।
কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা পরপর চারবার প্রধানমন্ত্রী হলেন। বরাবরের মতো কোটালীপাড়ার মানুষ এবারও নেত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সর্বোচ্চ ভোট দিয়েছে। আগামীকাল শনিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় সাধারণ মানুষের মাঝে ছুটে আসবেন। আর এ কারণে সাধারণ ভোটারদের কৌতূহলের শেষ নেই।’
সাধারণ ভোটাররা আনন্দিত ও উচ্ছ্বসিত উল্লেখ করে বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘এ আনন্দ ইতিমধ্যে সারা কোটালীপাড়ায় ছড়িয়ে গেছে। আমরা বিস্মিত হয়েছি যে শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য সময় বের করেছেন। তিনি এখানে আসবেন, নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বিনিময় করবেন। পরে সবার সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন। এ জন্য কোটালীপাড়াবাসী অত্যন্ত আনন্দিত।’
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘প্রাণপ্রিয় নেত্রী অসংখ্যবার এই কোটালীপাড়ায় এসেছেন। তিনি এবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর বিজয়ের পরে তাঁকে বলেছিলাম, কোটালীপাড়াবাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, শুভেচ্ছা বিনিময় করবে। তিনি কোটালীপাড়া মানুষকে কত ভালোবাসেন যে উনি সঙ্গে সঙ্গে বলেছেন, ঢাকায় কেন কষ্ট করে আসতে হবে? আমি নিজেই কোটালীপাড়াবাসীর কাছে যাব। এ কারণে আগামী রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ৩টায় মতবিনিময় সভায় অংশ নেবেন। তাঁর আগমনে কোটালীপাড়ার মানুষ আনন্দিত, উৎফুল্ল। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’
সব প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে আয়নাল হোসেন শেখ বলেন, ‘আমরা শুধু অপেক্ষায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কখন আমাদের মাঝে আসবেন। কখন তাঁর মুখটি দেখতে পারব। কখন তাঁর সঙ্গে দুটি কথা বলতে পারব। আর কখন তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করব।’
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ‘প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শনিবার টুঙ্গিপাড়ায় আসবেন। ওই দিন টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন। রোববারও থাকবেন। প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভা করবেন। আমরা টুঙ্গিপাড়াবাসী আনন্দিত, গর্বিত। কারণ, তিনি এই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে নির্বাচিত হন। তিনি পাঁচবারের প্রধানমন্ত্রী হলেন। এটি আমাদের জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী জনগণের জন্য যে উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করবেন।’
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুদিনের সফরে গোপালগঞ্জে আসবেন। এই সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে আমরা আশা করছি। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সফলের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল শনিবার দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা) নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাস্তাগুলো ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সর্বত্র সাজ সাজ রব। জেলাজুড়ে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তাব্যবস্থা।
কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা পরপর চারবার প্রধানমন্ত্রী হলেন। বরাবরের মতো কোটালীপাড়ার মানুষ এবারও নেত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সর্বোচ্চ ভোট দিয়েছে। আগামীকাল শনিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। পরদিন (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় সাধারণ মানুষের মাঝে ছুটে আসবেন। আর এ কারণে সাধারণ ভোটারদের কৌতূহলের শেষ নেই।’
সাধারণ ভোটাররা আনন্দিত ও উচ্ছ্বসিত উল্লেখ করে বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘এ আনন্দ ইতিমধ্যে সারা কোটালীপাড়ায় ছড়িয়ে গেছে। আমরা বিস্মিত হয়েছি যে শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য সময় বের করেছেন। তিনি এখানে আসবেন, নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বিনিময় করবেন। পরে সবার সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন। এ জন্য কোটালীপাড়াবাসী অত্যন্ত আনন্দিত।’
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘প্রাণপ্রিয় নেত্রী অসংখ্যবার এই কোটালীপাড়ায় এসেছেন। তিনি এবারও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর বিজয়ের পরে তাঁকে বলেছিলাম, কোটালীপাড়াবাসী আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, শুভেচ্ছা বিনিময় করবে। তিনি কোটালীপাড়া মানুষকে কত ভালোবাসেন যে উনি সঙ্গে সঙ্গে বলেছেন, ঢাকায় কেন কষ্ট করে আসতে হবে? আমি নিজেই কোটালীপাড়াবাসীর কাছে যাব। এ কারণে আগামী রোববার (১৪ জানুয়ারি) কোটালীপাড়ায় আসবেন প্রধানমন্ত্রী। এদিন বেলা ৩টায় মতবিনিময় সভায় অংশ নেবেন। তাঁর আগমনে কোটালীপাড়ার মানুষ আনন্দিত, উৎফুল্ল। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’
সব প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে আয়নাল হোসেন শেখ বলেন, ‘আমরা শুধু অপেক্ষায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কখন আমাদের মাঝে আসবেন। কখন তাঁর মুখটি দেখতে পারব। কখন তাঁর সঙ্গে দুটি কথা বলতে পারব। আর কখন তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করব।’
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, ‘প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা শনিবার টুঙ্গিপাড়ায় আসবেন। ওই দিন টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন। রোববারও থাকবেন। প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে নিয়ে আলোচনা সভা ও মতবিনিময় সভা করবেন। আমরা টুঙ্গিপাড়াবাসী আনন্দিত, গর্বিত। কারণ, তিনি এই টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মানুষের ভোটে নির্বাচিত হন। তিনি পাঁচবারের প্রধানমন্ত্রী হলেন। এটি আমাদের জন্য আনন্দের বিষয়। প্রধানমন্ত্রী জনগণের জন্য যে উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করবেন।’
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ‘নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুদিনের সফরে গোপালগঞ্জে আসবেন। এই সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে আমরা আশা করছি। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে সফলের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে