নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনার দাপট কিছুটা কমে আসলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন ও বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি মাসের ২৩ দিনে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হচ্ছে-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২৫ জন মারা গেছেন। আর চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৫ হাজার ৬৫৯ জন রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮ হাজার ৩১৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩৪ জন। চলতি বছরের দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬ জন ও বিজিবি হাসপাতালে একজন।
গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন।
জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।
রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। এলাকাগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন এবং দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।
করোনার দাপট কিছুটা কমে আসলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন। এদের মধ্যে রাজধানীতে ২৪৩ জন ও বাইরে ৩৩ জন। এ ছাড়া চলতি মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি মাসের ২৩ দিনে মোট ২৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হচ্ছে-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২৫ জন মারা গেছেন। আর চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৫ হাজার ৬৫৯ জন রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৮ হাজার ৩১৭ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩৪ জন। চলতি বছরের দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬ জন ও বিজিবি হাসপাতালে একজন।
গতকাল রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৫৯ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ৮৭ জন।
জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।
রাজধানীর দুটি সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে গত রোববার এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে। এলাকাগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, কল্যাণপুর, দারুসসালাম, মিরপুর-১০, কাজীপাড়া, মহাখালী ও নিকেতন এবং দক্ষিণ সিটি করপোরেশনের বাসাবো, গোড়ান, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, আরকে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টো রোড, বেইলি রোড, আফতাবনগর, মেরুল বাড্ডা ও বংশাল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫