অনলাইন ডেস্ক
সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় শাহবাগসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সারা দেশ থেকে আসা কয়েক শ ম্যাটস শিক্ষার্থী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজনসহ চার দফা দাবিতে বেলা ১টার আগে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যায়। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁরা বৈঠক করেন।
বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় শাহবাগে এসে ম্যাটস শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।
মুজাহিদুল ইসলাম বলেন, ‘আজকে সচিবালয়ে আলোচনায় উনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তাঁরা একটু সময় চেয়েছেন। আমরা তাঁদের সাত দিনের সময় দিয়েছি। সাত দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারা দেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসব।’
বেলা ১টার আগে কয়েক শ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান করায় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া মানিকগঞ্জ থেকে আসা জহিরুল ইসলাম নিবির আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি ৮ মাস ইন্টার্ন করছি, কোনো ভাতা পাচ্ছি না। বাড়ি থেকে টাকা এনে চলতে হয়। জীবন চলার জন্যও তো ভাতার দরকার হয়।’
প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের কারণে শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্স ল্যাব থেকে শাহবাগমুখী রাস্তা, সচিবালয় থেকে শাহবাগ এবং কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রাস্তায় প্রচণ্ড যানজট দেখা যায়। এতে অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
সায়েন্স ল্যাব মোড় থেকে হেঁটে শাহবাগ মোড়ে আসা কাউছার নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মালিবাগ মোড়ে বাসে চলাচল করি। কোনো যানবাহন চলতে না দেখে হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে।
শাহবাগ মোড়েই বড় দুটি হাসপাতাল। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হেঁটে শাহবাগ মোড় পার হতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্সগুলোকে মোড় পার করে দিতে দেখা যায়।
ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
গ্রামীণ পর্যায়ে জনগণের চিকিৎসা ও পরিবার-পরিকল্পনা সেবার অংশ হিসেবে ম্যাটসের কোর্স চালু করা হয়েছে। এটি চার বছরের একটি ডিপ্লোমা কোর্স। দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা। বৈষম্য নিরসনে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে প্রায় সাড়ে তিন মাস ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। সারা দেশে আন্দোলন করেও কোনো আশ্বাস না পাওয়ায় চার দফা দাবিতে শাহবাগে এসে জড়ো হন তাঁরা।
অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন ম্যাটসের শিক্ষার্থীরা।
সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় শাহবাগসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। ফলে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সারা দেশ থেকে আসা কয়েক শ ম্যাটস শিক্ষার্থী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজনসহ চার দফা দাবিতে বেলা ১টার আগে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জনের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যায়। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁরা বৈঠক করেন।
বৈঠক শেষে সন্ধ্যা ৬টায় শাহবাগে এসে ম্যাটস শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।
মুজাহিদুল ইসলাম বলেন, ‘আজকে সচিবালয়ে আলোচনায় উনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তাঁরা একটু সময় চেয়েছেন। আমরা তাঁদের সাত দিনের সময় দিয়েছি। সাত দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা সারা দেশ থেকে লংমার্চ করে ঢাকায় আসব।’
বেলা ১টার আগে কয়েক শ শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান করায় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া মানিকগঞ্জ থেকে আসা জহিরুল ইসলাম নিবির আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। সরকারের পক্ষ থেকে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমি ৮ মাস ইন্টার্ন করছি, কোনো ভাতা পাচ্ছি না। বাড়ি থেকে টাকা এনে চলতে হয়। জীবন চলার জন্যও তো ভাতার দরকার হয়।’
প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধের কারণে শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্স ল্যাব থেকে শাহবাগমুখী রাস্তা, সচিবালয় থেকে শাহবাগ এবং কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী রাস্তায় প্রচণ্ড যানজট দেখা যায়। এতে অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
সায়েন্স ল্যাব মোড় থেকে হেঁটে শাহবাগ মোড়ে আসা কাউছার নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে মালিবাগ মোড়ে বাসে চলাচল করি। কোনো যানবাহন চলতে না দেখে হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে।
শাহবাগ মোড়েই বড় দুটি হাসপাতাল। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হেঁটে শাহবাগ মোড় পার হতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্সগুলোকে মোড় পার করে দিতে দেখা যায়।
ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।
গ্রামীণ পর্যায়ে জনগণের চিকিৎসা ও পরিবার-পরিকল্পনা সেবার অংশ হিসেবে ম্যাটসের কোর্স চালু করা হয়েছে। এটি চার বছরের একটি ডিপ্লোমা কোর্স। দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানান শিক্ষার্থীরা। বৈষম্য নিরসনে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে প্রায় সাড়ে তিন মাস ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। সারা দেশে আন্দোলন করেও কোনো আশ্বাস না পাওয়ায় চার দফা দাবিতে শাহবাগে এসে জড়ো হন তাঁরা।
অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন করছেন ম্যাটসের শিক্ষার্থীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫