Ajker Patrika

জোর করে রিভিউ নিয়েও পণ্য দেয়নি দালাল প্লাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জোর করে রিভিউ নিয়েও পণ্য দেয়নি দালাল প্লাস

জোর করে পণ্যের রিভিউ নিয়েও পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠান দালাল প্লাসের বিরুদ্ধে। দালাল প্লাসে বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে পণ্য না পাওয়া ভুক্তভোগী গ্রাহকেরা আজ শুক্রবার ধানমন্ডিতে এক মানববন্ধনে এই অভিযোগ করেছেন। 

দালাল প্লাস ডটকমের গ্রাহক জহিরুল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর আমার অর্ডার কার্যকরী হয়। কিন্তু পণ্য নিতে আসলে তারা জোর করে ফেসবুকে রিভিউ লেখার জন্য। বলে আগে রিভিউ লেখেন তারপর পণ্য পাবেন। সেটাও করি। কিন্তু তাও পণ্য হাতে পাইনি।’ 

জহিরুল জানান, গত বছর জুনে তিনি একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন দালাল প্লাস ডটকম ই-কমার্স সাইট থেকে। তবে ৫ মাস পেরিয়ে গেলেও সেই মোটরসাইকেলের মুখ দেখেননি তিনি। 

আরেক ভুক্তভোগী বেসরকারি চাকরিজীবী মুজিবুর রহমান মামুন জানান, তিনি প্রথমে একটি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। সেটি পাওয়ার পর গত ১৯ জুন তিনি আরও ৪টি মোটরসাইকেল অর্ডার করেন। এর জন্য প্রায় ১ লাখ টাকাও গেটওয়ের মাধ্যমে পরিশোধ করেন। কিন্তু পরবর্তীতে পণ্য নিতে গেলে দালাল প্লাসের কর্মীরা ফেসবুকে একটি রিভিউ দেওয়ার জন্য জোর করে। কিন্তু রিভিউ দেওয়ার পরও পরবর্তীতে আর পণ্য পায়নি। 

জহিরুল ও মামুন ছাড়াও আরও অনেকের পণ্য না পাওয়ার এমন অভিযোগ রয়েছে। কেউ পাননি মোবাইল ফোন, কেউ টিভি, কেউবা মোটরসাইকেল। 

অন্যদিকে পণ্য না পেয়ে পরিশোধ করা টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকেরা। তাঁরা যে গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছেন তারা বলছেন দালাল প্লাস সেই টাকা উত্তোলন করে নিয়েছে। এ জন্য গেটওয়েগুলো এ ব্যাপারে কোনো দায় নিচ্ছে না। 

জহিরুল ইসলাম বলেন, ‘যে মাধ্যমে আমরা টাকা দিয়েছি, সেটাই সবচেয়ে বড় সমস্যা। তারাই সবচেয়ে বড় প্রতারণা করেছে।’ 

জহিরুল জানান, সূর্য পে গেটওয়ের মাধ্যমে টাকা পরিশোধ করার পর তারা আশ্বস্ত করেছিল, যে কোনো কারণে পণ্য না পেলে তারা গ্রাহকের টাকা ফিরিয়ে দেবে। কিন্তু এখন পণ্য না পাওয়ার কথা জানালে সূর্য পে থেকে বলা হচ্ছে দালাল প্লাসের সঙ্গে যোগাযোগ করার জন্য। 

জহিরুল বলেন, ‘আমি নিজে সূর্য পে-এর অফিসে গিয়েছিলাম। তারা আমাদের বলে এখানে এসে লাভ নাই, দালাল প্লাস আমাদের কাছ থেকে সব টাকা উঠিয়ে নিয়ে গেছে। এখন আমাদের কাছে কোনো টাকা নাই। এখন তারা আমার ফোনও ধরে না।’ 

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকেরা আগামী ৫ দিনের মধ্যে গ্রহণযোগ্য একটি রিফান্ড কার্যক্রম শুরু এবং সূর্য পে-সহ সকল গেটওয়ে থেকে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন কীভাবে করা হয়েছে তা খতিয়ে দেখার দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত