ঢাবি প্রতিনিধি
স্থগিত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে পরীক্ষার এই শিডিউল নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকা একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধানেরা, শ্রেণি প্রতিনিধিরা (সিআর), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ তারিখ থেকে শুরু হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রেণি প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পরীক্ষার সময়ে ক্লাস থাকে না। টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে। ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, সেটি শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি, শিক্ষকেরা আমাদের দাবির সঙ্গে রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আলোচনা করেছি শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। রেজুলেশন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান তাঁরা। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এরপর বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থগিত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে পরীক্ষার এই শিডিউল নির্ধারণ করা হয়েছে। আলোচনায় উপস্থিত থাকা একাধিক শিক্ষক ও শিক্ষার্থী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষার রিশিডিউল বিষয়ে আলোচনায় অংশ নেন বিভাগীয় প্রধানেরা, শ্রেণি প্রতিনিধিরা (সিআর), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল জব্বার খান, ডিন, ছাত্রকল্যাণ পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ তারিখ থেকে শুরু হবে।’
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রেণি প্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পরীক্ষার সময়ে ক্লাস থাকে না। টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে। ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, সেটি শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি, শিক্ষকেরা আমাদের দাবির সঙ্গে রয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আলোচনা করেছি শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে। স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে আমরা ফিরে যাচ্ছি। রেজুলেশন আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলতে পারছি না।’
উল্লেখ্য, গত ২৭ মার্চ মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির বুয়েট ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখাসহ ৬ দফা দাবি জানান তাঁরা। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি এরই মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এরপর বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মো. মিজানুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে