সাইফুল মাসুম, ঢাকা
পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে আজ রোববার। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। প্রধান সড়কগুলোতে অল্প গাড়ি চললেও মানুষজন তেমন নেই। কারণ ঈদ উদ্যাপন করতে অনেক মানুষ গ্রামে ফিরে গেছেন। লোকাল বাসে মাত্র ২০ মিনিটে মিরপুর-১ থেকে চলে এসেছি উত্তরার হাউস বিল্ডিং এলাকায়।
শেষ বিকেলে হাউস বিল্ডিং মোড়ে নেমেই শতাধিক মানুষের জটলা দেখে এগিয়ে যাই। ভিড় ঠেলে সামনে এগোতেই চোখে পড়ে হাতে হাতে মাংসের পোঁটলা। কেউ মাংস বিক্রি করতে বসেছেন ফুটপাতে। কেউ সে মাংস কিনছেন। এখানে ক্রেতা-বিক্রেতা উভয়ই নিম্ন আয়ের মানুষ। তবে কিছু রেস্তোরাঁ ব্যবসায়ীও এই জটলায় অংশ নিয়েছেন কম দামে মাংস কেনার আশায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাইয়ের পর যে মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয় সেগুলোকে বলা হয় বাটের মাংস। একেকজন একেক পরিমাণ বাটের মাংস দিয়ে থাকেন। নিম্ন আয়ের মানুষ বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করে সেই মাংস বিক্রি করছেন এই বিশেষ হাটে।
উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন এক ব্যক্তি। তিনি গরুর মাংসের ছয়টি স্তূপ সাজিয়ে বিক্রির আশায় বসে আসেন। দাম জানতে চাইলে বলেন, কেজি দরে মাংস নিলে ৪০০ টাকা দিতে হবে। আর সব এক সঙ্গে নিলে দিতে হবে দুই হাজার টাকা।
৩০০ টাকা কেজি দরে মাংস দিতে চাইলেন আরেক বিক্রেতা। তিনি আব্দুল্লাহপুরে একটি চা দোকানে কাজ করেন। ঈদের উত্তরার বিভিন্ন বাসা থেকে মাংস সংগ্রহ করেছেন।
বাটের মাংসের হাটে কথা হয় এক ক্রেতার সঙ্গে। দক্ষিণ খানে সোয়েটার কারখানায় কাজ করা ওই ব্যক্তি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোরবানি দিতে পারেননি। তবে ছেলে-মেয়েদের মাংস খাওয়ার আবদার মেটাতে এখানে এসেছেন। এর মধ্যে ২০০ টাকা দরে তিন কেজি মাংস কিনেছেন তিনি। এখন আর এক কেজি ছাগলের মাংস কিনে বাসায় ফিরতে চান।
হাটে গরুর মাংস বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা দরে। ছাগলের মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ টাকা দরে। ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু-ছাগল ও ভেড়ার মাংস একত্র করে।
মাংসের দামের পার্থক্যের বিষয়ে জানতে চাইলে এক বিক্রেতা জানান, এখানে নানান পদের মাংস আছে। ভালো-খারাপ আছে। অনেকে নিজে বাটের মাংস সংগ্রহ করে বিক্রি করছে। আবার কেউ কেউ টোকাইদের কাছ থেকে কম দামে মাংস কিনে বেশি টাকায় বিক্রি করছে।
শুধু উত্তরার হাউস বিল্ডিং এলাকায় নয়, ঈদের দিন বিকেলে এভাবে বাটের মাংস বিক্রি হয়েছে মালিবাগ রেলগেট, কড়াইল বস্তি, কল্যাণপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।
মৌচাক এলাকার এক গৃহকর্মী জানালেন, আশপাশের কয়েকটি বাসা থেকে বাটের মাংস সংগ্রহ করার পর এক কেজি হয়েছে। আর মালিবাগ রেলগেট থেকে ২৫০ টাকা করে আরও দুই কেজি মাংস কিনেছেন। এই মাংস নিয়ে রাতেই গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে যাবেন তিনি।
পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে আজ রোববার। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। প্রধান সড়কগুলোতে অল্প গাড়ি চললেও মানুষজন তেমন নেই। কারণ ঈদ উদ্যাপন করতে অনেক মানুষ গ্রামে ফিরে গেছেন। লোকাল বাসে মাত্র ২০ মিনিটে মিরপুর-১ থেকে চলে এসেছি উত্তরার হাউস বিল্ডিং এলাকায়।
শেষ বিকেলে হাউস বিল্ডিং মোড়ে নেমেই শতাধিক মানুষের জটলা দেখে এগিয়ে যাই। ভিড় ঠেলে সামনে এগোতেই চোখে পড়ে হাতে হাতে মাংসের পোঁটলা। কেউ মাংস বিক্রি করতে বসেছেন ফুটপাতে। কেউ সে মাংস কিনছেন। এখানে ক্রেতা-বিক্রেতা উভয়ই নিম্ন আয়ের মানুষ। তবে কিছু রেস্তোরাঁ ব্যবসায়ীও এই জটলায় অংশ নিয়েছেন কম দামে মাংস কেনার আশায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহার দিনে কোরবানির পশু জবাইয়ের পর যে মাংস গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয় সেগুলোকে বলা হয় বাটের মাংস। একেকজন একেক পরিমাণ বাটের মাংস দিয়ে থাকেন। নিম্ন আয়ের মানুষ বিভিন্ন বাসা থেকে সংগ্রহ করে সেই মাংস বিক্রি করছেন এই বিশেষ হাটে।
উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন এক ব্যক্তি। তিনি গরুর মাংসের ছয়টি স্তূপ সাজিয়ে বিক্রির আশায় বসে আসেন। দাম জানতে চাইলে বলেন, কেজি দরে মাংস নিলে ৪০০ টাকা দিতে হবে। আর সব এক সঙ্গে নিলে দিতে হবে দুই হাজার টাকা।
৩০০ টাকা কেজি দরে মাংস দিতে চাইলেন আরেক বিক্রেতা। তিনি আব্দুল্লাহপুরে একটি চা দোকানে কাজ করেন। ঈদের উত্তরার বিভিন্ন বাসা থেকে মাংস সংগ্রহ করেছেন।
বাটের মাংসের হাটে কথা হয় এক ক্রেতার সঙ্গে। দক্ষিণ খানে সোয়েটার কারখানায় কাজ করা ওই ব্যক্তি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোরবানি দিতে পারেননি। তবে ছেলে-মেয়েদের মাংস খাওয়ার আবদার মেটাতে এখানে এসেছেন। এর মধ্যে ২০০ টাকা দরে তিন কেজি মাংস কিনেছেন তিনি। এখন আর এক কেজি ছাগলের মাংস কিনে বাসায় ফিরতে চান।
হাটে গরুর মাংস বিক্রি হচ্ছে ২০০ থেকে ৪০০ টাকা দরে। ছাগলের মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ টাকা দরে। ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু-ছাগল ও ভেড়ার মাংস একত্র করে।
মাংসের দামের পার্থক্যের বিষয়ে জানতে চাইলে এক বিক্রেতা জানান, এখানে নানান পদের মাংস আছে। ভালো-খারাপ আছে। অনেকে নিজে বাটের মাংস সংগ্রহ করে বিক্রি করছে। আবার কেউ কেউ টোকাইদের কাছ থেকে কম দামে মাংস কিনে বেশি টাকায় বিক্রি করছে।
শুধু উত্তরার হাউস বিল্ডিং এলাকায় নয়, ঈদের দিন বিকেলে এভাবে বাটের মাংস বিক্রি হয়েছে মালিবাগ রেলগেট, কড়াইল বস্তি, কল্যাণপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায়।
মৌচাক এলাকার এক গৃহকর্মী জানালেন, আশপাশের কয়েকটি বাসা থেকে বাটের মাংস সংগ্রহ করার পর এক কেজি হয়েছে। আর মালিবাগ রেলগেট থেকে ২৫০ টাকা করে আরও দুই কেজি মাংস কিনেছেন। এই মাংস নিয়ে রাতেই গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে যাবেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫