নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমি মালিকদের চেক প্রদানের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য মোট ১৭.০৮৯৪ একর ভূমি হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার জমি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ১৫০০ ফাজিল-কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো।’
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় আরও বেশি গতি সঞ্চার হবে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় জাতীয় সংসদে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ পাস এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ, ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধিসংক্রান্ত যাবতীয় বিষয় পরিচালনা করছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে তিন একর জমি সৌদি সরকারের অনুদানে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের পূর্ত কাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপরেজিস্ট্রার ড. মো. আবু হানীফা, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কানুনগো সার্ভেয়ার এবং ঢাকা জেলা প্রশাসনের টিম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান প্রমুখ।
ভূমি মালিকদের চেক প্রদানের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য মোট ১৭.০৮৯৪ একর ভূমি হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার জমি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ১৫০০ ফাজিল-কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় নতুন দিগন্তের সূচনা হলো।’
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় আরও বেশি গতি সঞ্চার হবে।’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় জাতীয় সংসদে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩ পাস এবং মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের মধ্য দিয়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকীকরণ, ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পাঠ্যসূচির আধুনিকীকরণ ও উন্নতিসাধন, শিক্ষার গুণগতমান উন্নয়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধিসংক্রান্ত যাবতীয় বিষয় পরিচালনা করছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর জমি বরাদ্দ রয়েছে। এর মধ্যে তিন একর জমি সৌদি সরকারের অনুদানে ‘আরবি ভাষা ইনস্টিটিউট’-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক’ প্রকল্পের পূর্ত কাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপরেজিস্ট্রার ড. মো. আবু হানীফা, উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টিম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ঢাকা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কানুনগো সার্ভেয়ার এবং ঢাকা জেলা প্রশাসনের টিম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন ও ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫