ঢাবি প্রতিনিধি
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে একত্রিত হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর—অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য—শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক—সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তাঁরা। শিক্ষাজীবনে নানা খেসারত দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের অভিযোগ, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
সাত কলেজ সংস্কার আন্দোলন ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন অধিভুক্ত রেখে আমাদের কোনো মানোন্নয়ন করা হয়নি। আমাদের ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন একে অপরের ওপর দায় দিয়ে আমাদের বন্দী করে রেখেছেন। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের দাবি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, এ দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি।’
এদিকে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে একই দাবি নিয়ে ঢাকা কলেজের নর্থ হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে প্রদক্ষিণ করে ঢাকা কলেজে এসে শেষ হয়। একই সময়ে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেছে বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে একত্রিত হতে থাকেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। এতে রাজধানীর এ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা ‘টু জিরো টু ফোর—অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘শিক্ষা না বাণিজ্য—শিক্ষা শিক্ষা’, ‘ঢাবির প্রহসন মানি না মানব না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক—সাত কলেজ মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের অপরিকল্পিত অধিভুক্তকরণের খেসারত দিচ্ছেন তাঁরা। শিক্ষাজীবনে নানা খেসারত দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেবা নিয়েও সন্তুষ্ট নন তাঁরা। তাঁদের অভিযোগ, ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে তাঁদের হয়রানির শিকার হতে হয়।
সাত কলেজ সংস্কার আন্দোলন ঢাকা কলেজের প্রতিনিধি আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন অধিভুক্ত রেখে আমাদের কোনো মানোন্নয়ন করা হয়নি। আমাদের ক্ষতি ছাড়া আমরা কিছুই পাইনি। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন একে অপরের ওপর দায় দিয়ে আমাদের বন্দী করে রেখেছেন। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের দাবি সাত কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, এ দাবি নিয়ে আমরা রাজপথে নেমে এসেছি।’
এদিকে, গতকাল রোববার দিবাগত মধ্যরাতে একই দাবি নিয়ে ঢাকা কলেজের নর্থ হল থেকে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনে প্রদক্ষিণ করে ঢাকা কলেজে এসে শেষ হয়। একই সময়ে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেছে বাঙলা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সরকারের কাছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কাছে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫