নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। এই সংলাপ চলাকালে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। তখন সংলাপে অংশ নেওয়া সবাই উৎকণ্ঠিত হয়ে পড়েন। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পর সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এরপর ফায়ার অ্যালার্মের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ফরেন সার্ভিস একাডেমিকে অনুরোধ করেন। আজ সোমবার দুপুরে বিরতির পরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ফরেন সার্ভিস একাডেমিকে আমরা লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করেছি। তারা আমাদের জানিয়েছে, এই ঘটনার তদন্তে দ্রুত কমিটি গঠন করা হবে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
আলী রীয়াজ বলেন, ‘যেহেতু ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সবাই দেখছেন, সবার জানা দরকার আসলে কী ঘটেছে। আমি কমিশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করলাম।’
প্রসঙ্গত, আজ বেলা সাড়ে ১১টার দিকে সংলাপ শুরু হয়েছিল। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ ঘটনার পর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ‘এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে।’ এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়, পরে বেলা পৌনে ১টার দিকে আবার সংলাপ শুরু হয়।
এ বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন মনে করে, এটা এখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। সে ক্ষেত্রে তাদের কাজের ব্যত্যয় ঘটে থাকলে, কী কারণে ব্যত্যয় ঘটেছে, তা খুঁজে বের করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা নিশ্চিত করার অনুরোধ করেছি।’
ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।’
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মূল ভবনের শাপলা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছিল জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২০তম দিনের সংলাপ। এই সংলাপ চলাকালে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। তখন সংলাপে অংশ নেওয়া সবাই উৎকণ্ঠিত হয়ে পড়েন। অ্যালার্ম বাজার কিছুক্ষণ পর সাময়িক সময়ের জন্য সংলাপ স্থগিত করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
এরপর ফায়ার অ্যালার্মের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে ফরেন সার্ভিস একাডেমিকে অনুরোধ করেন। আজ সোমবার দুপুরে বিরতির পরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ফরেন সার্ভিস একাডেমিকে আমরা লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করেছি। তারা আমাদের জানিয়েছে, এই ঘটনার তদন্তে দ্রুত কমিটি গঠন করা হবে। তাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
আলী রীয়াজ বলেন, ‘যেহেতু ঘটনাটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সবাই দেখছেন, সবার জানা দরকার আসলে কী ঘটেছে। আমি কমিশনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করলাম।’
প্রসঙ্গত, আজ বেলা সাড়ে ১১টার দিকে সংলাপ শুরু হয়েছিল। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ ঘটনার পর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ‘এখানে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। তাই আমাদের কিছু সময়ের জন্য বের হতে হবে।’ এরপর সবাই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়, পরে বেলা পৌনে ১টার দিকে আবার সংলাপ শুরু হয়।
এ বিষয়ে আলী রীয়াজ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন মনে করে, এটা এখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। সে ক্ষেত্রে তাদের কাজের ব্যত্যয় ঘটে থাকলে, কী কারণে ব্যত্যয় ঘটেছে, তা খুঁজে বের করতে হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তা নিশ্চিত করার অনুরোধ করেছি।’
ফরেন সার্ভিস একাডেমির সংশ্লিষ্ট একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে, মূল ভবনের তিনতলায় কেউ ধূমপান করেছেন। সেটার ধোঁয়ার কারণেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে