Ajker Patrika

ঢাবির নাটমন্ডলে ‘করুণা ও ভীতির গল্প’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাবির নাটমন্ডলে ‘করুণা ও ভীতির গল্প’ 

হত্যা-ষড়যন্ত্র আর সন্দেহের আখ্যানে মোড়া গল্প নিয়ে মঞ্চে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন নাটক ‘করুণা ও ভীতির গল্প’। উইলিয়াম শেক্‌সপিয়ারের ধ্রুপদী তিনটি ট্র্যাজেডি হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ অনুসরণে নাটকটিতে মূর্ত হয়ে উঠেছে পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের বিয়োগান্ত ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির। 

আগামীকাল শুক্রবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা আট দিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ‘করুণা ও ভীতির গল্প’ নাটকটির প্রদর্শনী চলবে বলে জানিয়েছেন নাটকটির নির্দেশক ড. আহমেদুল কবির। নতুন এই নাটকটিতে অভিনয় করেছেন বিভাগের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। 

শেক্সপিয়ারকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে নির্দেশক ড. আহমেদুল কবির বলেন, নাট্যকার হিসেবে শেক্সপিয়র অবশ্যই আমাদের সমকালীন। শেক্‌সপিয়ারের নাটকের প্রতি আমাদের আকর্ষণ কখনো ম্লান হয় না। তার চরিত্রগুলো সীমান্ত অতিক্রম করে, সময়কে জয় করে সর্বদা আমাদের সামনে আবির্ভূত হয়। এই আধুনিক মানব-বিশ্বের বহুমাত্রিক বাস্তবতার বিস্ময়কর রূপায়ণ ঘটেছে শেক্‌সপিয়ারের নাটকগুলোতে। 

নাটকটি সম্পর্কে তিনি নাটকীয় ভাষায় রহস্য রেখে বলেন, ‘করুণায় সিক্ত হতে নয়, ভয়ে ত্রস্ত হতে নয়, বিমোক্ষণের ভেতর দিয়ে অভিনীত জীবনের সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান ঘুচে গেলে যে জীবনের আবিষ্কার ঘটে, সেই জীবনের খোঁজে সৃজিত এই প্রদর্শনী।’

বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সামরিকায়ন, রক্তপাত ও হত্যালীলার ঘটনাপ্রবাহ শেক্‌সপিয়ারের ট্র্যাজেডিগুলোকেই যেন প্রতিবিম্বিত করে। সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ বারবার শেক্সপিয়ারকে মঞ্চায়নের মাধ্যমে আমাদের দেশ ও বিশ্বকে নাট্যশিল্পের ভাষায় অধ্যয়ন করতে আগ্রহী।’ 

শুক্রবার মূল উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিভাগের শিক্ষক অধ্যাপক ওয়াহিদা মল্লিক। নাটকটিতে নির্দেশনা সহযোগী হিসাবে আছেন ধীমান চন্দ্র বর্মণ। এ ছাড়াও সংগীত পরিকল্পনায় মনোহর চন্দ্র দাস এবং রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় আছেন বিভাগের শিক্ষক উম্মে সুমাইয়া। 

নাটকটিতে অভিনয় করেছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী রায়হান উল্লাহ সালাম, অরুণা সিক্ত সাচী, কানিজ ফারজানা আরেফিন, সাইলিনা বিশ্বাস পূর্বা, গোলাপ রানী দাস, পূজা সরকার, মুনতাকা বিনতে হক ইরা, রজিবুল ইসলাম সোহাগ, সাদমান সৌমিক সিয়াম, শাকির আলীম, সামির হোসেন, আবিদ হাসান, চন্দ্রিমা হালদার, উর্মি আক্তার, ফারিহা তাসনীম হৃদি, সানজানা হোসেন তনিমা, জিনিয়া ইসলাম, প্রত্যাশা, সায়ীদ, নিলয়, আকাশ, বিজয় ও চয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত