Ajker Patrika

মঙ্গলবার ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বসবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মঙ্গলবার ৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বসবে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটি চতুর্থ ধাপে দেশের আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই বৈঠক হবে। 

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নিতে ৮ জ্যেষ্ঠ সাংবাদিককে সার্চ কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা হলেন নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ। 
 
এর আগে গত শনিবার ও রোববার তিন দফায় দেশের বিশিষ্টজনের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। সেখানে আগামী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিকে বিভিন্ন পরামর্শ দেন তাঁরা। 

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন—সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত