নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশে এটাই প্রথম ভাষাভিত্তিক অলিম্পিয়াড। এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথি বন্ধ করতে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ বলেন, আশা করি, এ আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি সচেতনতা সবার মাঝে সঞ্চারিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ বলেন, ‘আমাদের মাতৃভাষা যেমন শুদ্ধভাবে শিখব তেমনি পৃথিবীর সকল মাতৃভাষা শুদ্ধভাবে শিখব। এটি আমরা পরীক্ষা হিসেবে নয়, পরীক্ষা পরীক্ষা খেলা হিসেবে নেব।’
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রকাশনা, প্রচার, তথ্য ও জনসংযোগ) মো. আবদুল কাদের জানান, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে ৫টি অঞ্চলের ৬টি ভেন্যুর বিজয়ীদের মধ্যে ১৫২ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে দুই ক্যাটাগরিতে তিনজন করে মোট ছয়জন প্রধানমন্ত্রীর কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানোর উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশে এটাই প্রথম ভাষাভিত্তিক অলিম্পিয়াড। এর উদ্বোধনী আয়োজনে অংশ নিয়েছে প্রায় ৩০০ শিক্ষার্থী।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হচ্ছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথি বন্ধ করতে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ বলেন, আশা করি, এ আয়োজনের মধ্য দিয়ে মাতৃভাষার প্রতি সচেতনতা সবার মাঝে সঞ্চারিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ বলেন, ‘আমাদের মাতৃভাষা যেমন শুদ্ধভাবে শিখব তেমনি পৃথিবীর সকল মাতৃভাষা শুদ্ধভাবে শিখব। এটি আমরা পরীক্ষা হিসেবে নয়, পরীক্ষা পরীক্ষা খেলা হিসেবে নেব।’
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রকাশনা, প্রচার, তথ্য ও জনসংযোগ) মো. আবদুল কাদের জানান, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে ৫টি অঞ্চলের ৬টি ভেন্যুর বিজয়ীদের মধ্যে ১৫২ জন চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে