অনলাইন ডেস্ক
বহুল আলোচিত ভারতীয় ফেনসিডিল পাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এক মাস আগে উৎপাদিত এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে, যদিও সাম্প্রতিক সময়ে ভারত থেকে ভিসা বন্ধ থাকায় সীমান্তে কড়াকড়ি চলছে। এ অবস্থায় রাজশাহীতে বিভিন্ন বসতঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগ। অভিযানে একটি বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লিপি বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে। এক দিন আগে সেখান থেকে আরও প্রায় অর্ধ শতাধিক ফেনসিডিল উদ্ধার করে এই গোয়েন্দা বিভাগ।
রাজশাহী গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ভারতে বেশ কয়েকটি ফেনসিডিল কারখানা রয়েছে। তারা সেখানে উৎপাদন করে আর দুই দেশের মাদক কারবারি তা পাচার করে। আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করে থাকি।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লা বিবাড়ীয়া সীমান্ত দিয়েই ফেনসিডিল আসে। তরুণ প্রজন্মের অনেকেই এতে আসক্ত। ডোপ টেস্ট চালুর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রিত উপায়ে কমিয়ে আনা যায়।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো ভারতীয় এবং এগুলো এক মাস আগেই উৎপাদিত। সাধারণত সীমান্তবর্তী এলাকা দিয়ে এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করে। যদিও ভিসা বন্ধ থাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, তারপরও মাদক কারবারিরা নতুন নতুন পথ বেছে নিচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তে কড়াকড়ির মধ্যে এভাবে ফেনসিডিল আসা পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা না হলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন হবে।
বহুল আলোচিত ভারতীয় ফেনসিডিল পাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এক মাস আগে উৎপাদিত এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করছে, যদিও সাম্প্রতিক সময়ে ভারত থেকে ভিসা বন্ধ থাকায় সীমান্তে কড়াকড়ি চলছে। এ অবস্থায় রাজশাহীতে বিভিন্ন বসতঘর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের দামকুড়া থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী গোয়েন্দা বিভাগ। অভিযানে একটি বসতঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনাস্থল থেকে লিপি বেগম নামের এক নারীকেও গ্রেপ্তার করে। এক দিন আগে সেখান থেকে আরও প্রায় অর্ধ শতাধিক ফেনসিডিল উদ্ধার করে এই গোয়েন্দা বিভাগ।
রাজশাহী গোয়েন্দা বিভাগের উপপরিচালক জিললুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত এলাকায় ভারতে বেশ কয়েকটি ফেনসিডিল কারখানা রয়েছে। তারা সেখানে উৎপাদন করে আর দুই দেশের মাদক কারবারি তা পাচার করে। আমরা সার্বক্ষণিক বিষয়টির ওপর নজরদারি করে থাকি।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘সাতক্ষীরা, রাজশাহী, দিনাজপুর, কুড়িগ্রাম ও কুমিল্লা বিবাড়ীয়া সীমান্ত দিয়েই ফেনসিডিল আসে। তরুণ প্রজন্মের অনেকেই এতে আসক্ত। ডোপ টেস্ট চালুর মাধ্যমে এটিকে নিয়ন্ত্রিত উপায়ে কমিয়ে আনা যায়।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো ভারতীয় এবং এগুলো এক মাস আগেই উৎপাদিত। সাধারণত সীমান্তবর্তী এলাকা দিয়ে এই ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করে। যদিও ভিসা বন্ধ থাকায় সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে, তারপরও মাদক কারবারিরা নতুন নতুন পথ বেছে নিচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞদের মতে, সীমান্তে কড়াকড়ির মধ্যে এভাবে ফেনসিডিল আসা পাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দেয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত প্রচেষ্টা না হলে মাদকের প্রবাহ বন্ধ করা কঠিন হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে