নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মহান বিজয় দিবসের আগেই আজ একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই—আমাদের অনেকের মাঝে বাংলাকে বিকৃত করে উচ্চারণ করার একটা ঢং চালু হয়েছে। যে একটু অন্য ঢংয়ে বাংলা বলা। কিন্তু এটা বাংলা নয় বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের শিশু-কিশোররা যেন সেটা না করে, সেই জন্য শুদ্ধ করে বাংলা বলার অভ্যাস করানো। যাতে করে আমরা শুদ্ধভাবে বাংলা বলতে পারি। আমাদের সমাজের অনেক বাবা-মাই চান তার সন্তানেরা বাংলাই না ইংরেজিতে কথা বলুক।
আজ বুধবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন গণমাধ্যমকর্মীদের সংগঠন। এ অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চিত্রাঙ্কন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোক উৎসবে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সন্তানেরা। এবারের প্রতিযোগিতায় ৩৪ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন—জাতির স্বার্থে, সঠিক ইতিহাস জানানোর স্বার্থে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ শিশু কিশোরদের কাছে সঠিক ইতিহাসটাই তুলে ধরবে। হাছান মাহমুদ বলেন, এই সংগঠনের সদস্যরা মুক্ত মতের চর্চা, মুক্তবুদ্ধির চর্চা, বহুমাত্রিক এবং একটি বিতর্ক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে গণমাধ্যমে ব্যাপক অবদান রেখেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের এমন একটি সংগঠন। সংগঠনটি গত ২৫ বছর ধরে ঐক্যবদ্ধভাবে পথ চলছে। মন্ত্রীর প্রত্যাশা, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে পথ চলবে। বর্তমানে ঢাকা শহরে ছোট বড় মিলিয়ে সাংবাদিকদের ৫০ টির বেশি সমিতি ও সংগঠন দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে ডিআরইউ ব্যতিক্রম। কারণ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিভক্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাঁচ হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতি রাষ্ট্র বাংলাদেশ অর্জন করেছে। এর আগে বাঙালিদের জন্য কোন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এই সময়ের মধ্যে কোন কোন অঞ্চল নিয়ে কিছু কিছু স্বাধীন রাজা হয়েছে। কিন্তু কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি।
হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের এক লাখ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বাঙালি বিজয় অর্জন করেছে। স্বাধীনতার ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের অনেক খলনায়ক কে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। এখনো ওই অপচেষ্টা অব্যাহত আছে। এতে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ডিন অধ্যাপক আবুল বারক্ আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু।
অনুষ্ঠানে ডিআরইউ এর সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম হাসিব।
মহান বিজয় দিবসের আগেই আজ একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই—আমাদের অনেকের মাঝে বাংলাকে বিকৃত করে উচ্চারণ করার একটা ঢং চালু হয়েছে। যে একটু অন্য ঢংয়ে বাংলা বলা। কিন্তু এটা বাংলা নয় বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের শিশু-কিশোররা যেন সেটা না করে, সেই জন্য শুদ্ধ করে বাংলা বলার অভ্যাস করানো। যাতে করে আমরা শুদ্ধভাবে বাংলা বলতে পারি। আমাদের সমাজের অনেক বাবা-মাই চান তার সন্তানেরা বাংলাই না ইংরেজিতে কথা বলুক।
আজ বুধবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন গণমাধ্যমকর্মীদের সংগঠন। এ অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে চিত্রাঙ্কন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও আলোক উৎসবে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের সন্তানেরা। এবারের প্রতিযোগিতায় ৩৪ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় মন্ত্রী আশা প্রকাশ করেন—জাতির স্বার্থে, সঠিক ইতিহাস জানানোর স্বার্থে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ শিশু কিশোরদের কাছে সঠিক ইতিহাসটাই তুলে ধরবে। হাছান মাহমুদ বলেন, এই সংগঠনের সদস্যরা মুক্ত মতের চর্চা, মুক্তবুদ্ধির চর্চা, বহুমাত্রিক এবং একটি বিতর্ক ও ন্যায় ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে গণমাধ্যমে ব্যাপক অবদান রেখেছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের এমন একটি সংগঠন। সংগঠনটি গত ২৫ বছর ধরে ঐক্যবদ্ধভাবে পথ চলছে। মন্ত্রীর প্রত্যাশা, ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে পথ চলবে। বর্তমানে ঢাকা শহরে ছোট বড় মিলিয়ে সাংবাদিকদের ৫০ টির বেশি সমিতি ও সংগঠন দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে ডিআরইউ ব্যতিক্রম। কারণ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বিভক্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে পাঁচ হাজার বছরের ইতিহাসে বাঙালি জাতি রাষ্ট্র বাংলাদেশ অর্জন করেছে। এর আগে বাঙালিদের জন্য কোন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি। এই সময়ের মধ্যে কোন কোন অঞ্চল নিয়ে কিছু কিছু স্বাধীন রাজা হয়েছে। কিন্তু কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি।
হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের এক লাখ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে বাঙালি বিজয় অর্জন করেছে। স্বাধীনতার ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। স্বাধীনতা যুদ্ধের অনেক খলনায়ক কে নায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। এখনো ওই অপচেষ্টা অব্যাহত আছে। এতে বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করা হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ডিন অধ্যাপক আবুল বারক্ আলভী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফুল আলম, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু।
অনুষ্ঠানে ডিআরইউ এর সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম হাসিব।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫