ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পেরেকবিদ্ধ ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ হাতে, আর মুখে ‘টেপ’ লাগিয়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজু ভাস্কর্যের দক্ষিণে সাড়ে ১৯ ফুটের এই প্রতিবাদী ভাস্কর্যটি গত মঙ্গলবার সন্ধ্যার পরে স্থাপন করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে দেখা যায় সেটি উধাও!
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাল, তাঁরা সেটি সরিয়ে ফেলেছেন। যুক্তি হিসেবে বলা হচ্ছে, ভাস্কর্যটি সৌন্দর্য নষ্ট করছে!
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতীক রাজু ভাস্কর্যের পাশে এ রকম ভাস্কর্য তৈরি করা সমীচীন নয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সরিয়ে ফেলেছে।’
আজ সকালে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি না পেয়ে সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন আয়োজকেরা।
সারা দেশে সেন্সরশিপ চলছে, সাংবাদিকেরা লিখতে পারছে না, লেখক তাঁর বই প্রকাশ করতে পারছেন না, বিরোধী মতের বই প্রকাশ করায় বইমেলায় প্রকাশকদের স্টল বরাদ্দ দিচ্ছে না বাংলা একাডেমি—এরই প্রতিবাদ হিসেবে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি বসানো হয়। বইমেলা পর্যন্ত এ ভাস্কর্য থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন ভাস্কর্য তৈরির সঙ্গে জড়িত বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি শিমুল কুম্ভকার।
রবীন্দ্রনাথ ‘গুম’ হয়ে যাওয়ার বিষয়ে শিমুল কুম্ভকার বলেন, ‘সকাল থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি নেই, কারা সরিয়েছে তা জানার চেষ্টা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের এ ভাস্কর্য স্থাপন করে বিশ্ববিদ্যালয় সৌন্দর্য নষ্ট ও নান্দনিক একটি ভাস্কর্যের সৌন্দর্য নষ্ট করা হয়েছে। যে বা যারা বসিয়েছে তারা কাজটি ভালো করেনি, নানা মহলে বিষয়টি সমালোচিত হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সরিয়ে ফেলছে।’
যারা ভাস্কর্য বসিয়েছে ভবিষ্যতে তাঁদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অধ্যাপক রব্বানী।
ভাস্কর্যটি কখন সরানো হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় সুযোগ মতো ভাস্কর্য সরিয়ে ফেলেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পেরেকবিদ্ধ ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ হাতে, আর মুখে ‘টেপ’ লাগিয়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজু ভাস্কর্যের দক্ষিণে সাড়ে ১৯ ফুটের এই প্রতিবাদী ভাস্কর্যটি গত মঙ্গলবার সন্ধ্যার পরে স্থাপন করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে দেখা যায় সেটি উধাও!
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাল, তাঁরা সেটি সরিয়ে ফেলেছেন। যুক্তি হিসেবে বলা হচ্ছে, ভাস্কর্যটি সৌন্দর্য নষ্ট করছে!
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতীক রাজু ভাস্কর্যের পাশে এ রকম ভাস্কর্য তৈরি করা সমীচীন নয়। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি সরিয়ে ফেলেছে।’
আজ সকালে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি না পেয়ে সেখানে ‘গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ’ সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন আয়োজকেরা।
সারা দেশে সেন্সরশিপ চলছে, সাংবাদিকেরা লিখতে পারছে না, লেখক তাঁর বই প্রকাশ করতে পারছেন না, বিরোধী মতের বই প্রকাশ করায় বইমেলায় প্রকাশকদের স্টল বরাদ্দ দিচ্ছে না বাংলা একাডেমি—এরই প্রতিবাদ হিসেবে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি বসানো হয়। বইমেলা পর্যন্ত এ ভাস্কর্য থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন ভাস্কর্য তৈরির সঙ্গে জড়িত বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি শিমুল কুম্ভকার।
রবীন্দ্রনাথ ‘গুম’ হয়ে যাওয়ার বিষয়ে শিমুল কুম্ভকার বলেন, ‘সকাল থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি নেই, কারা সরিয়েছে তা জানার চেষ্টা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের এ ভাস্কর্য স্থাপন করে বিশ্ববিদ্যালয় সৌন্দর্য নষ্ট ও নান্দনিক একটি ভাস্কর্যের সৌন্দর্য নষ্ট করা হয়েছে। যে বা যারা বসিয়েছে তারা কাজটি ভালো করেনি, নানা মহলে বিষয়টি সমালোচিত হয়েছে, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সরিয়ে ফেলছে।’
যারা ভাস্কর্য বসিয়েছে ভবিষ্যতে তাঁদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অধ্যাপক রব্বানী।
ভাস্কর্যটি কখন সরানো হয়েছে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় সুযোগ মতো ভাস্কর্য সরিয়ে ফেলেছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে