নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে