গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাশিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীর স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অপরদিকে গৃহবধূর মায়ের দাবি তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের হাসেম মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রাশিদা আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পশ্চিম নামাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। নিহতের স্বামী মো. জয় (২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে মো. রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক।
মৃত গৃহবধূর শাশুড়ি কাজল আক্তার বলেন, ‘দেড় বছর আগে প্রেম করে আমার ছেলে বিয়ে করেছে। বিয়ের পর থেকে সে বউ নিয়ে আলাদা বাসায় থাকে। আজও সামান্য ঝগড়া হয়েছে, এ রকম ঝগড়া প্রায় সময় হয়। এরপর বিকেলের পর থেকে সে ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ রকম প্রায় দিন করে বলে তেমন গুরুত্ব দেয়নি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে ডাকাডাকি করে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে, ঘরের দরজা ভেঙে আমার পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’
গৃহবধূর মা ইনুরা বেগম বলেন, ‘বিয়ের পর কয়েক মাস যেতেই আমার মেয়েকে ওঁরা প্রতিনিয়ত মারধর করে। মারধরের বিষয়টি আমাদের প্রায় সময় ফোন করে মেয়ে জানাতো। নিশ্চয়ই আজ ওঁরা আমার মেয়েকে সুপরিকল্পিতভাবে হত্যা করে, আত্মহত্যার নাটক সাজিয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলার নিচে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন কিনা জানতে চাইলে এসআই বলেন, না মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়নি। মেয়ের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে রাশিদা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর স্বামীর স্বজনদের দাবি পারিবারিক কলহের জেরে গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। অপরদিকে গৃহবধূর মায়ের দাবি তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের হাসেম মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রাশিদা আক্তার জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় পশ্চিম নামাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। নিহতের স্বামী মো. জয় (২২) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে মো. রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটর মেকানিক।
মৃত গৃহবধূর শাশুড়ি কাজল আক্তার বলেন, ‘দেড় বছর আগে প্রেম করে আমার ছেলে বিয়ে করেছে। বিয়ের পর থেকে সে বউ নিয়ে আলাদা বাসায় থাকে। আজও সামান্য ঝগড়া হয়েছে, এ রকম ঝগড়া প্রায় সময় হয়। এরপর বিকেলের পর থেকে সে ঘরের ভেতর দিয়ে দরজা বন্ধ করে দেয়। এ রকম প্রায় দিন করে বলে তেমন গুরুত্ব দেয়নি। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে ডাকাডাকি করে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে, ঘরের দরজা ভেঙে আমার পুত্রবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’
গৃহবধূর মা ইনুরা বেগম বলেন, ‘বিয়ের পর কয়েক মাস যেতেই আমার মেয়েকে ওঁরা প্রতিনিয়ত মারধর করে। মারধরের বিষয়টি আমাদের প্রায় সময় ফোন করে মেয়ে জানাতো। নিশ্চয়ই আজ ওঁরা আমার মেয়েকে সুপরিকল্পিতভাবে হত্যা করে, আত্মহত্যার নাটক সাজিয়েছে।’
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে গলার নিচে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে।
ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছেন কিনা জানতে চাইলে এসআই বলেন, না মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়নি। মেয়ের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫