জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ত্রুটিপূর্ণ ভর্তি পদ্ধতি ধীর গতির হওয়ায় নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে দেরি হয়। একক প্রশ্নপত্র ও একক মেধাতালিকার মাধ্যমে প্রথম ভাগেই ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি করা হয়। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম এবং অতিসত্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।
মানববন্ধনে সাহিত্য সংগঠন চিরকুটের সাংগঠনিক সম্পাদক আহসান লাবীব বলেন, ‘জাবি প্রশাসন পাঠদান ব্যতীত সবকিছু করতে আগ্রহী। হলে আসনের অভাবে নাকি নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে পারছে না। আবার প্রশাসন হল থেকে অছাত্রদের বের করতে পারে না। একটি বা দু’টি বিজ্ঞপ্তি দেয়ালে টাঙিয়ে দিয়ে তারা তাদের দায়িত্ব শেষ করে।’
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই বলেছে, নতুন ছয়টি হল তৈরি হয়ে গেলে আর গণ রুম থাকবে না। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের এখনো গণ রুমে থাকতে হচ্ছে। ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের গণ রুমের মাধ্যমেই সশরীরে ক্লাস শুরু করতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘আর এখন ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের ছয় মাস ঘরে বসিয়ে রেখে অনলাইনে ক্লাস শুরু করেছে। অনলাইনে পাঠদানের কারণে শিক্ষার গুণগতমান নিচে নেমে গেছে। নবীনতম শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিলে তাদের পড়াশোনার গুণগত মান হারাবে।’
বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ ভালো গবেষক তৈরি করা, শিক্ষার মান উন্নয়ন করা। কিন্তু জাবি প্রশাসন যেসব উপায়ে অর্থ উপার্জন করা যায়, সেগুলো নিয়েই ব্যস্ত। অথচ তারা ভর্তি পরীক্ষার পরে ছয় মাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঘরে বসিয়ে রেখেছে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক আনন্দ নিয়েই নতুন হলগুলো উদ্বোধন করলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো এখনো চালু করতে পারেনি। প্রশাসন তার নিজের স্বার্থের জন্য যেকোনো কাজে যুক্ত হতে পারে। এই প্রশাসনের মাথায় তড়িঘড়ি করে রাতের আঁধারে গাছ কেটে নতুন ভবন নির্মাণ এবং কীভাবে অর্থ লুটপাট করা যায় সে বুদ্ধি আসে। কিন্তু এটা আসে না কীভাবে দ্রুততম সময়ে ক্লাস শুরু করা যায়।’
তিনি আরও বলেন, ‘যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তী সেশনের জন্য ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে, তখনো জাবি প্রশাসন ভর্তি পদ্ধতি নির্ধারণ কিংবা ভর্তি পরীক্ষার কোন প্রক্রিয়া শুরু করতে পারেনি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটে।’
মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাসিব জামান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। আজ রোববার বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ত্রুটিপূর্ণ ভর্তি পদ্ধতি ধীর গতির হওয়ায় নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে দেরি হয়। একক প্রশ্নপত্র ও একক মেধাতালিকার মাধ্যমে প্রথম ভাগেই ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি করা হয়। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের সশরীরে শিক্ষা কার্যক্রম এবং অতিসত্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরুর আহ্বান জানান।
মানববন্ধনে সাহিত্য সংগঠন চিরকুটের সাংগঠনিক সম্পাদক আহসান লাবীব বলেন, ‘জাবি প্রশাসন পাঠদান ব্যতীত সবকিছু করতে আগ্রহী। হলে আসনের অভাবে নাকি নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে পারছে না। আবার প্রশাসন হল থেকে অছাত্রদের বের করতে পারে না। একটি বা দু’টি বিজ্ঞপ্তি দেয়ালে টাঙিয়ে দিয়ে তারা তাদের দায়িত্ব শেষ করে।’
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই বলেছে, নতুন ছয়টি হল তৈরি হয়ে গেলে আর গণ রুম থাকবে না। দুর্ভাগ্যবশত বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের এখনো গণ রুমে থাকতে হচ্ছে। ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের গণ রুমের মাধ্যমেই সশরীরে ক্লাস শুরু করতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘আর এখন ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের ছয় মাস ঘরে বসিয়ে রেখে অনলাইনে ক্লাস শুরু করেছে। অনলাইনে পাঠদানের কারণে শিক্ষার গুণগতমান নিচে নেমে গেছে। নবীনতম শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিলে তাদের পড়াশোনার গুণগত মান হারাবে।’
বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক আলিফ মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ ভালো গবেষক তৈরি করা, শিক্ষার মান উন্নয়ন করা। কিন্তু জাবি প্রশাসন যেসব উপায়ে অর্থ উপার্জন করা যায়, সেগুলো নিয়েই ব্যস্ত। অথচ তারা ভর্তি পরীক্ষার পরে ছয় মাস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ঘরে বসিয়ে রেখেছে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক আনন্দ নিয়েই নতুন হলগুলো উদ্বোধন করলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো এখনো চালু করতে পারেনি। প্রশাসন তার নিজের স্বার্থের জন্য যেকোনো কাজে যুক্ত হতে পারে। এই প্রশাসনের মাথায় তড়িঘড়ি করে রাতের আঁধারে গাছ কেটে নতুন ভবন নির্মাণ এবং কীভাবে অর্থ লুটপাট করা যায় সে বুদ্ধি আসে। কিন্তু এটা আসে না কীভাবে দ্রুততম সময়ে ক্লাস শুরু করা যায়।’
তিনি আরও বলেন, ‘যখন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো পরবর্তী সেশনের জন্য ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে, তখনো জাবি প্রশাসন ভর্তি পদ্ধতি নির্ধারণ কিংবা ভর্তি পরীক্ষার কোন প্রক্রিয়া শুরু করতে পারেনি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটে।’
মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হাসিব জামান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫