Ajker Patrika

ছাদের পলেস্তারা খসে দুদকের সহকারী পরিচালক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৫: ২৮
ছাদের পলেস্তারা খসে দুদকের সহকারী পরিচালক আহত

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পুরোনো ভবনে দুর্নীতি দমন কমিশনের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার ছাদের পলেস্তারা খসে পড়ে দুদক কর্মকর্তা আমিনুল ইসলাম আহত হয়েছেন। তিনি সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) হিসেবে কর্মরত।

ভবনের তিনতলায় দুদকের সাধারণ নিবন্ধন কার্যালয় আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টায় অফিসে এসে আমিনুল ইসলাম নিজের চেয়ারে বসে কাজ করছিলেন। ঠিক ওই সময় ছাদ থেকে একটি পলেস্তারা খসে তাঁর মাথার ওপর পড়ে।

দুদকের সহকারী পরিদর্শক মাসুদ রানা জানান, ‘ঘটনার সময় আমিনুল ও দুজন আইনজীবী অফিসে ছিলেন। পরে আইনজীবীরা তাঁকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। আমিনুল ইসলামের মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে। চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।’

উল্লেখ্য, ভবনটি অনেক পুরোনো। অত্যন্ত ঝুঁকি নিয়ে সেখানে কাজ করতে হয়। দুদকের এই শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আশা, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁদের অন্যত্র সরিয়ে নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত