নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুল নগর-দর্শনে চলমান তাপদাহ আরও ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব।
আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাপা আয়োজিত ‘তাপদাহের তীব্রতাঃ দায় কার? করণীয় কি?’ —শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইকবাল হাবিব বলেন, ‘দেশের নগরীগুলোতে তাপদাহ অনুভবের এই তীব্রতা বৃদ্ধির অন্যতম মূল কারণ হলো ভুল নগর-দর্শন। ৯০’ দশকের পর নগরীগুলোতে অপরিকল্পিত নগরায়ণের ধারার যে বিকাশ, আজকের এই নগরীগুলোর অভিঘাতসমূহ তারই প্রকাশ। এভাবে চললে আগামী দিনে তাপদাহ আরও ভয়ংকর হবে।’
ইকবাল হাবিব আরও বলেন, ‘বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির চেয়ে অনুভবের মাত্রা বেড়েছে, কারণ পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণও তীব্রভাবে বেড়েছে। তাপদাহে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তা কাল-পরশু বা আগামী মাসে নিরসন হবে এই আশাবাদের সঙ্গে আমরা একমত না। এটি ভয়ংকর থেকে ভয়ংকরতম হবে। প্রতিদিন ৮-১০ জন হিট স্ট্রোকে মারা যাচ্ছে, এটি যে কত ভয়াবহ লক্ষণ তা বুঝতে হবে। ফ্যান ও ছাতা দান করে তাকে মেরে গরুদান করার মতো অবস্থা সৃষ্টি করে এর সমাধান হবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম বলেন, সরকার সাংবিধানিকভাবে দায়বদ্ধ নাগরিকদের জন্য সুন্দর পরিবেশ দিতে। গত ২০-২৫ বছরে কোনো কাজ চোখে পড়েনি, যেটা দূষণ কমাতে সহযোগিতা করেছে। সরকারি লোকেরা বলে অমুক প্রজেক্ট আছে, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু পরিবেশ ভালো হতে আর দেখি না।
বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, ‘আগামী ২৫ বছরের মধ্যে বাংলাদেশের জমি আরও ২০ শতাংশ কমবে। তখন পরিবেশের অবস্থা কেমন হবে। প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে। সেটা ঠেকানো যায় না। আমরা যদি প্রতিজ্ঞা করে পদ্ম সেতু তৈরি করতে পারি, তাহলে ওই রকম প্রতিজ্ঞা করে আমার দেশের প্রকৃতিকেও রক্ষা করতে পারি। এর জন্য দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি করে।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য। বাংলাদেশের বন বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশে বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট ভূমির ১২ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে বনজ সম্পদ ও বনভূমির অবক্ষয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এ সময় বাপার পক্ষ থেকে সবুজায়নসহ আট দফা দাবি তুলে ধরা হয়।
বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিহির লাল সেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম প্রমুখ।
ভুল নগর-দর্শনে চলমান তাপদাহ আরও ভয়ংকর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব।
আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাপা আয়োজিত ‘তাপদাহের তীব্রতাঃ দায় কার? করণীয় কি?’ —শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইকবাল হাবিব বলেন, ‘দেশের নগরীগুলোতে তাপদাহ অনুভবের এই তীব্রতা বৃদ্ধির অন্যতম মূল কারণ হলো ভুল নগর-দর্শন। ৯০’ দশকের পর নগরীগুলোতে অপরিকল্পিত নগরায়ণের ধারার যে বিকাশ, আজকের এই নগরীগুলোর অভিঘাতসমূহ তারই প্রকাশ। এভাবে চললে আগামী দিনে তাপদাহ আরও ভয়ংকর হবে।’
ইকবাল হাবিব আরও বলেন, ‘বর্তমানে তাপমাত্রা বৃদ্ধির চেয়ে অনুভবের মাত্রা বেড়েছে, কারণ পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণও তীব্রভাবে বেড়েছে। তাপদাহে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তা কাল-পরশু বা আগামী মাসে নিরসন হবে এই আশাবাদের সঙ্গে আমরা একমত না। এটি ভয়ংকর থেকে ভয়ংকরতম হবে। প্রতিদিন ৮-১০ জন হিট স্ট্রোকে মারা যাচ্ছে, এটি যে কত ভয়াবহ লক্ষণ তা বুঝতে হবে। ফ্যান ও ছাতা দান করে তাকে মেরে গরুদান করার মতো অবস্থা সৃষ্টি করে এর সমাধান হবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম বলেন, সরকার সাংবিধানিকভাবে দায়বদ্ধ নাগরিকদের জন্য সুন্দর পরিবেশ দিতে। গত ২০-২৫ বছরে কোনো কাজ চোখে পড়েনি, যেটা দূষণ কমাতে সহযোগিতা করেছে। সরকারি লোকেরা বলে অমুক প্রজেক্ট আছে, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু পরিবেশ ভালো হতে আর দেখি না।
বাপার সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, ‘আগামী ২৫ বছরের মধ্যে বাংলাদেশের জমি আরও ২০ শতাংশ কমবে। তখন পরিবেশের অবস্থা কেমন হবে। প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে। সেটা ঠেকানো যায় না। আমরা যদি প্রতিজ্ঞা করে পদ্ম সেতু তৈরি করতে পারি, তাহলে ওই রকম প্রতিজ্ঞা করে আমার দেশের প্রকৃতিকেও রক্ষা করতে পারি। এর জন্য দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি করে।’
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে বলা হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য। বাংলাদেশের বন বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশে বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মোট ভূমির ১২ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশে বনজ সম্পদ ও বনভূমির অবক্ষয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের ভারসাম্যহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এ সময় বাপার পক্ষ থেকে সবুজায়নসহ আট দফা দাবি তুলে ধরা হয়।
বাপার সাধারণ সম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিহির লাল সেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল ইসলাম প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫