নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।
ঈদের আগেই প্রাইভেট কার-মাইক্রোসহ সব হালকা যানচালকদের চলতি বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ব্যক্তিগত গাড়ির চালকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি-কার, অটোটেম্পো, অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে তাঁরা এই দাবি করেন।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ‘দেশের মোট প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে মাত্র ৪০ লাখ শ্রমিক পোশাকশিল্পে কাজ করেন। কিন্তু পোশাকশিল্প মালিকদের প্রভাবে গৃহীত সরকারের বিভিন্ন নীতি ঘোষণা সব শ্রমজীবী মানুষের অধিকারকে সংকুচিত করছে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘করোনাকালে পোশাকশিল্পে বেতন কর্তনের দৃষ্টান্ত অন্য মালিকদের মজুরি কেটে নিতে উৎসাহিত করেছে। এবারের ঈদের আগে ১৫ দিনের বেতন দেওয়ার ঘোষণা একইভাবে অন্য মালিকদেরও গার্মেন্টস মালিকদের অপকৌশল অনুসরণে উৎসাহিত করছে। শ্রম মন্ত্রণালয় শুধু পোশাকশিল্পের মন্ত্রণালয় নয়, তাকে দেশের সব শ্রমিকের স্বার্থ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’
সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ‘সর্বোচ্চ ঝুঁকি আর অনিশ্চয়তাপূর্ণ পেশায় নিয়োজিত এই শ্রমিকদের মানসিক স্থিতিশিলতা নিরাপদ সড়ক যাত্রার প্রধান শর্ত। তাই পরিবহনশ্রমিকদের বর্তমান খাদ্য নিশ্চয়তার জন্য নিত্যপণ্যের রেশনের ব্যবস্থা, স্বাস্থ্য ও দুর্ঘটনা ঝুঁকি মোকাবিলায় জীবনবিমা এবং বার্ধক্যকালীন নিশ্চয়তার জন্য পেনশন স্কিম চালু করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিলের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে, শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতায় গাড়িচালকদের লাইসেন্সকে পেশাগত প্রমাণ হিসেবে বিবেচনা করতে হবে।’
ইউনিয়নের সহসভাপতি বিরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, মোশাররফ হোসেন দুলাল হাওলাদার, জয়নাল ভূঁইয়া, আব্দুল করিম, গোলাম রহমান, আব্দুল আজিজ, জিলানী মোল্লা প্রমুখ।
মানববন্ধনে চালকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চালক-শ্রমিকদের সুরক্ষায় নিয়োগপত্র প্রদান করতে হবে; ক্ষতিপূরণসহ শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; হালকা যানচালকদের জন্য রাষ্ট্রীয় খরচে জীবনবিমা, রেশনিং ও পেনশন স্কিম চালু করাসহ পেশাদার লাইসেন্সে ডোপ টেস্টের শর্ত বাতিল করে রাষ্ট্রীয় খরচে রেন্ডাম ভিত্তিতে ডোপ টেস্ট চালু করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে