আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হিমাগারে মজুত করা কৃষকের আলুতে পচন ধরেছে। সেখানে মজুত ৪৫ হাজার বস্তা আলু নিয়ে দুশ্চিন্তায় শতাধিক কৃষক। বর্তমান বাজারদর অনুযায়ী ওই হিমাগারে মজুত আছে কমপক্ষে ৩ কোটি টাকার আলু। বর্তমানে আলুগুলো পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নাহার কোল্ডস্টোরেজের কম্প্রেসার অচল হয়ে কৃষকের মজুত করা আলুতে পচন দেখা দিয়েছে।
কৃষকেরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক মার্চের প্রথম সপ্তাহে ওই হিমাগারে আলু মজুত শুরু করেন। ৫৫ কেজি করে বস্তায় করে এখন পর্যন্ত হিমাগারে ৪৫ হাজার বস্তা আলু মজুত রয়েছে। এ ছাড়া ভেতরে মজুতের জন্য কমপক্ষে ১০ হাজার বস্তা আলু হিমাগারের বাইরে স্তূপ করে রাখা হয়েছে। এরই মধ্যে ওই হিমাগারের গ্যাস লাইন অকেজো হয়ে কম্প্রেসার বিকল হয়ে পড়েছে। এতে ভেতরে মজুত করা ৩ কোটি টাকার আলু পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
তাঁরা আরও জানান, কবে এ হিমাগারে যান্ত্রিক ত্রুটির শুরু, তা তাঁদের জানা নেই। তবে ৫-৭ দিন আগে আলুতে পচন ধরার খবর পেয়ে প্রতিদিনই ছুটে আসছেন হিমাগারে। সপ্তাহখানেক ধরে চেষ্টা চালিয়েও হিমাগার সচল করতে পারছে না কর্তৃপক্ষ।
উপজেলার খিদিরপুর গ্রামের কৃষক আশরাফ হোসেন ঝন্টু জানান, তিনি ওই হিমাগারে দুই হাজার বস্তা আলু মজুতের জন্য অগ্রিম বুকিং করেছেন। ইতিমধ্যে হিমাগারের ভেতর ঢুকিয়েছেন এক হাজার বস্তা আলু। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে হিমাগারের কম্প্রেসার চালু না হওয়ায় আমার সব আলু পচে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হবে। হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।
উপজেলার সন্তোষপাড়া গ্রামের কৃষক নুর মোহাম্মদ জানান, তাঁর দুই হাজার বস্তা আলু পচে গেছে। তাঁর মতো আরও অনেক কৃষকের আলু পচে যাচ্ছে। তিনি আলু পচে যাওয়ায় হিমাগার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। ওই হিমাগারে ৩১ বস্তা লাল আলু বীজ মজুত করেছেন উপজেলার চরনিমতলা গ্রামের কৃষক হাজি আম্বর আলী সরকার। তিনি জানান, তাঁর আলুবীজের পুরোটাই নষ্ট হয়ে গেছে।
নাহার কোল্ডস্টোরেজের ভারপ্রাপ্ত ম্যানেজার ইসরাত হোসেন জানান, লিকুইড গ্যাস লাইনে পানি ঢুকে সেখানে বর্জ্য তৈরি হয়েছে। যার কারণে গ্যাস সঞ্চালন হচ্ছে না। এতে কম্প্রেসার চালু করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা কম্প্রেসারের ১৫ লাখ টাকার পুরোনো গ্যাস ছেড়ে দিয়েছি। নতুন করে আবার ১০ লাখ টাকার গ্যাস দিয়েছি। তাতেও কোনো কাজে আসছে না। ধারণা করা হচ্ছে, এ সমস্যা সমাধানে দুই মাস লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আরেকটা কোল্ডস্টোরেজ আছে, বিকল্প হিসেবে শ্রীনগর উপজেলার আল আমীন কোল্ডস্টোরেজে রাখার জন্য সবাইকে বলেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার হিমাগার কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবহিত করেছে। আমি তাদের দ্রুত হিমাগারে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য বলেছি। হিমাগারটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। তারপরও আমি তাদের দ্রুত মেরামতের কথা বলে যাচ্ছি, যাতে কৃষকেরা কোনো ধরনের ক্ষতিতে না পড়েন।’
জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার ৮ হাজার ৯৮০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আলু মজুতে এখানে রয়েছে ১০টি হিমাগার। আর রাজদিয়া গ্রামের নাহার কোল্ডস্টোরেজে দুই লাখ বস্তা আলু মজুতের ধারণক্ষমতা রয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হিমাগারে মজুত করা কৃষকের আলুতে পচন ধরেছে। সেখানে মজুত ৪৫ হাজার বস্তা আলু নিয়ে দুশ্চিন্তায় শতাধিক কৃষক। বর্তমান বাজারদর অনুযায়ী ওই হিমাগারে মজুত আছে কমপক্ষে ৩ কোটি টাকার আলু। বর্তমানে আলুগুলো পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নাহার কোল্ডস্টোরেজের কম্প্রেসার অচল হয়ে কৃষকের মজুত করা আলুতে পচন দেখা দিয়েছে।
কৃষকেরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক মার্চের প্রথম সপ্তাহে ওই হিমাগারে আলু মজুত শুরু করেন। ৫৫ কেজি করে বস্তায় করে এখন পর্যন্ত হিমাগারে ৪৫ হাজার বস্তা আলু মজুত রয়েছে। এ ছাড়া ভেতরে মজুতের জন্য কমপক্ষে ১০ হাজার বস্তা আলু হিমাগারের বাইরে স্তূপ করে রাখা হয়েছে। এরই মধ্যে ওই হিমাগারের গ্যাস লাইন অকেজো হয়ে কম্প্রেসার বিকল হয়ে পড়েছে। এতে ভেতরে মজুত করা ৩ কোটি টাকার আলু পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
তাঁরা আরও জানান, কবে এ হিমাগারে যান্ত্রিক ত্রুটির শুরু, তা তাঁদের জানা নেই। তবে ৫-৭ দিন আগে আলুতে পচন ধরার খবর পেয়ে প্রতিদিনই ছুটে আসছেন হিমাগারে। সপ্তাহখানেক ধরে চেষ্টা চালিয়েও হিমাগার সচল করতে পারছে না কর্তৃপক্ষ।
উপজেলার খিদিরপুর গ্রামের কৃষক আশরাফ হোসেন ঝন্টু জানান, তিনি ওই হিমাগারে দুই হাজার বস্তা আলু মজুতের জন্য অগ্রিম বুকিং করেছেন। ইতিমধ্যে হিমাগারের ভেতর ঢুকিয়েছেন এক হাজার বস্তা আলু। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে হিমাগারের কম্প্রেসার চালু না হওয়ায় আমার সব আলু পচে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হবে। হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাচ্ছি না।
উপজেলার সন্তোষপাড়া গ্রামের কৃষক নুর মোহাম্মদ জানান, তাঁর দুই হাজার বস্তা আলু পচে গেছে। তাঁর মতো আরও অনেক কৃষকের আলু পচে যাচ্ছে। তিনি আলু পচে যাওয়ায় হিমাগার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। ওই হিমাগারে ৩১ বস্তা লাল আলু বীজ মজুত করেছেন উপজেলার চরনিমতলা গ্রামের কৃষক হাজি আম্বর আলী সরকার। তিনি জানান, তাঁর আলুবীজের পুরোটাই নষ্ট হয়ে গেছে।
নাহার কোল্ডস্টোরেজের ভারপ্রাপ্ত ম্যানেজার ইসরাত হোসেন জানান, লিকুইড গ্যাস লাইনে পানি ঢুকে সেখানে বর্জ্য তৈরি হয়েছে। যার কারণে গ্যাস সঞ্চালন হচ্ছে না। এতে কম্প্রেসার চালু করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা কম্প্রেসারের ১৫ লাখ টাকার পুরোনো গ্যাস ছেড়ে দিয়েছি। নতুন করে আবার ১০ লাখ টাকার গ্যাস দিয়েছি। তাতেও কোনো কাজে আসছে না। ধারণা করা হচ্ছে, এ সমস্যা সমাধানে দুই মাস লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আরেকটা কোল্ডস্টোরেজ আছে, বিকল্প হিসেবে শ্রীনগর উপজেলার আল আমীন কোল্ডস্টোরেজে রাখার জন্য সবাইকে বলেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার হিমাগার কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবহিত করেছে। আমি তাদের দ্রুত হিমাগারে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য বলেছি। হিমাগারটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। তারপরও আমি তাদের দ্রুত মেরামতের কথা বলে যাচ্ছি, যাতে কৃষকেরা কোনো ধরনের ক্ষতিতে না পড়েন।’
জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলার ৮ হাজার ৯৮০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আলু মজুতে এখানে রয়েছে ১০টি হিমাগার। আর রাজদিয়া গ্রামের নাহার কোল্ডস্টোরেজে দুই লাখ বস্তা আলু মজুতের ধারণক্ষমতা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে