নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দরিদ্রদের নামে ত্রাণের কম্বল কেনার নাম করে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ ২২ জনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১১ জনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, দরিদ্রদের জন্য ত্রাণের নামে কম্বল কেনার নাম করে ইউনিয়ন ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ৩৩ কোটি টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা।
আজ রোববার দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটো দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, ২০২২ ও ২০২৩ সালে দরিদ্রদের মধ্যে ত্রাণ হিসেবে কম্বল বিতরণের কথা বলে ৭ লাখ ৮৫ হাজার কম্বল বাবদ অতিরিক্ত প্রায় ২৩ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আহসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।
এ ছাড়া, সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জে. মোল্লা ফজলে আকবর, ব্যাংকটির সাবেক পরিচালক মারজিনা শারমিন, মো. রাশেদুল আলম, শওকত হোসেন, মোহাম্মদ ফজলে মোরশেদ, হালিমা বেগম, ওসমান গণি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, সাবেক পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুস সালামকে আসামি করা হয়েছে।
ব্যাংকটির হেড অব এফএডি ও সিএফও রুহুল আমিন, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দীন ইকবাল চৌধুরী, সিনিয়র ক্যাশ অফিসার মো. বোরহান উদ্দীন চৌধুরী, ক্যাশ ইনচার্জ আব্দুল হালিম, অপারেশন ম্যানেজার মোহাম্মদ রাশিদ শহীদকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জের ব্যবসায়ী সানি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জনি মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে।
অন্য আরেকটি মামলায় সিএসআর ফান্ডের অর্থে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ১০ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের নামে ভুয়া ভাউচার তৈরি করে সেটি খাঁটি হিসেবে দেখিয়ে অতিরিক্ত বিল তুলে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এই মামলায় এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জে. মোল্লা ফজলে আকবর, সাবেক পরিচালক মো. রাশেদুল আলম, মোহাম্মদ ফজলে মোরশেদ, হালিমা বেগম, ওসমান গণি, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাবেক পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম।
এ ছাড়া ব্যাংকটির হেড অব এফএডি ও সিএফও রুহুল আমিন, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দীন ইকবাল চৌধুরীকেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এই দুটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯-সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় দায়ের করা হয়েছে।
দরিদ্রদের নামে ত্রাণের কম্বল কেনার নাম করে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম মোকাম্মেল হক চৌধুরীসহ ২২ জনের নামে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১১ জনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, দরিদ্রদের জন্য ত্রাণের নামে কম্বল কেনার নাম করে ইউনিয়ন ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ৩৩ কোটি টাকা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা।
আজ রোববার দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটো দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, ২০২২ ও ২০২৩ সালে দরিদ্রদের মধ্যে ত্রাণ হিসেবে কম্বল বিতরণের কথা বলে ৭ লাখ ৮৫ হাজার কম্বল বাবদ অতিরিক্ত প্রায় ২৩ কোটি ৫৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
এই মামলায় ইউনিয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক দুই চেয়ারম্যান আহসানুল আলম ও মোহাম্মদ সেলিম উদ্দিনকে মামলার আসামি করা হয়েছে।
এ ছাড়া, সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জে. মোল্লা ফজলে আকবর, ব্যাংকটির সাবেক পরিচালক মারজিনা শারমিন, মো. রাশেদুল আলম, শওকত হোসেন, মোহাম্মদ ফজলে মোরশেদ, হালিমা বেগম, ওসমান গণি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মোস্তান বিল্লাহ আদিল, সাবেক পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুল কুদ্দুস, মো. আব্দুস সালামকে আসামি করা হয়েছে।
ব্যাংকটির হেড অব এফএডি ও সিএফও রুহুল আমিন, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দীন ইকবাল চৌধুরী, সিনিয়র ক্যাশ অফিসার মো. বোরহান উদ্দীন চৌধুরী, ক্যাশ ইনচার্জ আব্দুল হালিম, অপারেশন ম্যানেজার মোহাম্মদ রাশিদ শহীদকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জের ব্যবসায়ী সানি এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জনি মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে।
অন্য আরেকটি মামলায় সিএসআর ফান্ডের অর্থে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ১০ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণের নামে ভুয়া ভাউচার তৈরি করে সেটি খাঁটি হিসেবে দেখিয়ে অতিরিক্ত বিল তুলে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
এই মামলায় এ বি এম মোকাম্মেল হক চৌধুরী ছাড়াও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাবেক ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জে. মোল্লা ফজলে আকবর, সাবেক পরিচালক মো. রাশেদুল আলম, মোহাম্মদ ফজলে মোরশেদ, হালিমা বেগম, ওসমান গণি, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাবেক পরিচালক (স্বতন্ত্র) মো. আব্দুস সালাম।
এ ছাড়া ব্যাংকটির হেড অব এফএডি ও সিএফও রুহুল আমিন, হেড অব পিআরডি এ কে এম জহির উদ্দীন ইকবাল চৌধুরীকেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এই দুটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯-সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় দায়ের করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে