Ajker Patrika

সেই স্পিডবোট মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ মে ২০২১, ১৩: ৩৭
সেই স্পিডবোট মালিক গ্রেপ্তার

ঢাকা: মাওয়ায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুতে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন মালিক চান মিয়া। আজ রোববার ভোর রা‌তে র‍্যাব অভিযান চালিয়ে ঢাকার কেরা‌নিগঞ্জ থে‌কে তাঁকে গ্রেপ্তার করে। 

র‌্যা‌বের আইন ও গণমাধ‌্যম শাখার সহকা‌রি প‌রিচালক আ ন ম ইমরান খান আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন,‌স্পিড‌বোট দুঘর্টনার পরপরই মা‌লিক চান মিয়া মু‌নিগ‌ঞ্জের বা‌ড়ি থে‌কে পা‌লিয়ে যান। গো‌য়েন্দা ত‌থ্যের ভি‌ত্তি‌তে রোববার ভো‌রে তাঁকে গ্রেপ্তার করা হ‌য়। এঘটনায় আরও তিন আসা‌মি পলাতক রয়ে‌ছেন। তা‌দের‌কে গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।

গত ৩ মে ভোর সোয়া ছয়টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩১ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে যাচ্ছিল। বাংলাবাজার ফেরিঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ২৬ জন মারা যায়। শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ-আলম খান, স্পিডবোটের দুই মালিক চান মিয়া ও জহিরুর ইসলাম এবং স্পিডবোটটির চালক শাহ আলমকে আসামি করে মামলা ক‌রে পু‌লিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত