নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের তৃতীয় এয়ারলাইনস হিসেবে ফ্লাইট শুরু করছে ফ্লাইনাস। আজ শুক্রবার বেলা ৪টার সময় ফ্লাইনাসের এক্সওয়াই-৫০২৪ ফ্লাইটটি ঢাকা থেকে ৪২০ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইনাসের উদ্বোধনী ফ্লাইটে যাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২০ জন হজযাত্রী নিয়ে ফ্লাইনাসের প্রথম ফ্লাইট যাত্রা করেছে। হজযাত্রীদের যাতে কোন সমস্যা না হয়, এই জন্য আমরা বিশেষভাবে খেয়াল রাখছি।’
ফ্লাইনাস জানিয়েছে, বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে ৪৪৩ আসন বিশিষ্ট এয়ারবাস এ৩৩০ নিও উড়োজাহাজ ব্যবহার করা হবে। হজযাত্রীদের সুবিধার্থে ফ্লাইটে থাকবে বাংলাদেশি কেবিন ক্রু। হজযাত্রীদের জন্য পরিবেশন করা হবে বাংলাদেশি খাবার। ফ্লাইটে দেওয়া হবে ১টি ফুল মিল ও স্ন্যাকস, কোমল পানীয়, জুস। হজ ক্যাম্প থেকে যাত্রীদের যাবতীয় আনুষ্ঠানিকতায় সহায়তা করতে থাকবে এয়ারলাইনটির কর্মীরা।
দীর্ঘ ১০ বছর ধরে বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বাংলাদেশের হজযাত্রী বহন করে আসছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশের হজযাত্রী বহনের অনুমতি পায় সৌদি আরবভিত্তিক কম খরচে এয়ারলাইনস প্রতিষ্ঠান ফ্লাইনাস। বাংলাদেশ ও সৌদি আরবের হজচুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আর বাকি অর্ধেক হজযাত্রী পরিবহন করবে ফ্লাইনাস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস।
ইতিমধ্যে গত ৫ জুন প্রথম হজফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এবার বিমান মোট ৬৫টি ডেডিকেটেড হজফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। আর যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। যাদের বয়স ৬৫ বছরের নিচে শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবাইকে অবশ্যই দুই ডোজ করোনা টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। স্বাস্থ্যবিধিও মানতে হবে কঠোরভাবে।
বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের তৃতীয় এয়ারলাইনস হিসেবে ফ্লাইট শুরু করছে ফ্লাইনাস। আজ শুক্রবার বেলা ৪টার সময় ফ্লাইনাসের এক্সওয়াই-৫০২৪ ফ্লাইটটি ঢাকা থেকে ৪২০ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইনাসের উদ্বোধনী ফ্লাইটে যাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘৪২০ জন হজযাত্রী নিয়ে ফ্লাইনাসের প্রথম ফ্লাইট যাত্রা করেছে। হজযাত্রীদের যাতে কোন সমস্যা না হয়, এই জন্য আমরা বিশেষভাবে খেয়াল রাখছি।’
ফ্লাইনাস জানিয়েছে, বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনে ৪৪৩ আসন বিশিষ্ট এয়ারবাস এ৩৩০ নিও উড়োজাহাজ ব্যবহার করা হবে। হজযাত্রীদের সুবিধার্থে ফ্লাইটে থাকবে বাংলাদেশি কেবিন ক্রু। হজযাত্রীদের জন্য পরিবেশন করা হবে বাংলাদেশি খাবার। ফ্লাইটে দেওয়া হবে ১টি ফুল মিল ও স্ন্যাকস, কোমল পানীয়, জুস। হজ ক্যাম্প থেকে যাত্রীদের যাবতীয় আনুষ্ঠানিকতায় সহায়তা করতে থাকবে এয়ারলাইনটির কর্মীরা।
দীর্ঘ ১০ বছর ধরে বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস বাংলাদেশের হজযাত্রী বহন করে আসছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশের হজযাত্রী বহনের অনুমতি পায় সৌদি আরবভিত্তিক কম খরচে এয়ারলাইনস প্রতিষ্ঠান ফ্লাইনাস। বাংলাদেশ ও সৌদি আরবের হজচুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আর বাকি অর্ধেক হজযাত্রী পরিবহন করবে ফ্লাইনাস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস।
ইতিমধ্যে গত ৫ জুন প্রথম হজফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এবার বিমান মোট ৬৫টি ডেডিকেটেড হজফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে। আর যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই সৌদি আরবে হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। যাদের বয়স ৬৫ বছরের নিচে শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবাইকে অবশ্যই দুই ডোজ করোনা টিকা নেওয়া থাকতে হবে। এছাড়া যাওয়ার সময় করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। স্বাস্থ্যবিধিও মানতে হবে কঠোরভাবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫