নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। তবে এখনো যারা ঈদকে কেন্দ্র করে ঢাকার বাইরে যাননি তাদের অনেকেই আজ আবার শহর ছাড়ছেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বলছে, ঈদের আগে ঢাকা ছেড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। আজ রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। যদিও বিভিন্নভাবে এই ছুটির দৈর্ঘ্য আরও বেশি। তবে যেকোনো বিবেচনায়ই আনুষ্ঠানিক ছুটির শেষ আজ। আর তাই শুরু হয়েছে ঢাকায় ফিরে আসার স্রোত। সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরবেন এসব মানুষ।
রোববার সকালেও রাজধানী ঢাকার বেশির ভাগ অংশই ফাঁকা দেখা গেছে। নববর্ষের উৎসবকেন্দ্রিক জায়গাগুলো ছাড়া ঢাকার এখনো রিকশা, সিএনজি ও লোকাল বাসের দখলে। যদিও মানুষের আনাগোনা খুবই কম। টানা কয়েক দিনের তীব্র গরমের কারণে ফলে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে।
তবে কমলাপুর স্টেশনে দেখা গেছে মানুষের ভিড়। অধিকাংশরাই বাড়ি থেকে ফিরছেন ঢাকায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর স্টেশনে সারা দেশ থেকে ৭টি ট্রেন এসেছে। সবগুলো ট্রেনই যাত্রী ভর্তি ছিল।
উত্তরবঙ্গের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর পৌঁছায়। এই ট্রেনের যাত্রী সাদিক খান ৯ দিন পর ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, ‘অনেক বছর পর লম্বা ছুটি কাটিয়েছি। তাই কালই (সোমবার) অফিস করতে হবে। এ জন্য চলে এসেছি।’
এখনো অনেকে ঢাকা ছাড়ছেন। বিশেষ করে অনেকে অন্য স্থান থেকে বাসে ঢাকায় এসে ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ঈদযাত্রায় পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল। একইভাবে ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া আদায়ের কথা বলেছেন কেউ কেউ। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্থান ও বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ ভোর থেকেই রাজধানীতে আসা শুরু করেছেন।
ঈদের ছুটি শেষ করে মাগুরা থেকে গতকাল রোববার রাতে ঢাকা ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বেলায়েত শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি এখনো একদিন বাকি। তবে এরপর আর টিকিট পাব না, এখনই যে ভিড়। তাই আগেভাগেই চলে এসেছি।’
বেলায়েত অভিযোগ করেন, ‘যাওয়ার মতো ঢাকায় ফিরে আসার ভাড়াও বেশি। প্রায় ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া বেশি নিচ্ছে সব পরিবহন। এ ছাড়া আজ থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।’
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল সোমবার খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। কর্মস্থলে যোগ দিতে রাজধানী ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। তবে এখনো যারা ঈদকে কেন্দ্র করে ঢাকার বাইরে যাননি তাদের অনেকেই আজ আবার শহর ছাড়ছেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা বলছে, ঈদের আগে ঢাকা ছেড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। আজ রোববার পয়লা বৈশাখ উদ্যাপনের মধ্য দিয়ে শেষ হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। যদিও বিভিন্নভাবে এই ছুটির দৈর্ঘ্য আরও বেশি। তবে যেকোনো বিবেচনায়ই আনুষ্ঠানিক ছুটির শেষ আজ। আর তাই শুরু হয়েছে ঢাকায় ফিরে আসার স্রোত। সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরবেন এসব মানুষ।
রোববার সকালেও রাজধানী ঢাকার বেশির ভাগ অংশই ফাঁকা দেখা গেছে। নববর্ষের উৎসবকেন্দ্রিক জায়গাগুলো ছাড়া ঢাকার এখনো রিকশা, সিএনজি ও লোকাল বাসের দখলে। যদিও মানুষের আনাগোনা খুবই কম। টানা কয়েক দিনের তীব্র গরমের কারণে ফলে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে।
তবে কমলাপুর স্টেশনে দেখা গেছে মানুষের ভিড়। অধিকাংশরাই বাড়ি থেকে ফিরছেন ঢাকায়। কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর স্টেশনে সারা দেশ থেকে ৭টি ট্রেন এসেছে। সবগুলো ট্রেনই যাত্রী ভর্তি ছিল।
উত্তরবঙ্গের ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস সকাল ৮টায় কমলাপুর পৌঁছায়। এই ট্রেনের যাত্রী সাদিক খান ৯ দিন পর ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, ‘অনেক বছর পর লম্বা ছুটি কাটিয়েছি। তাই কালই (সোমবার) অফিস করতে হবে। এ জন্য চলে এসেছি।’
এখনো অনেকে ঢাকা ছাড়ছেন। বিশেষ করে অনেকে অন্য স্থান থেকে বাসে ঢাকায় এসে ট্রেনে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ঈদযাত্রায় পরিবহন ব্যবসায়ীদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছিল। একইভাবে ফিরতি যাত্রায়ও বাড়তি ভাড়া আদায়ের কথা বলেছেন কেউ কেউ। রাজধানীর সায়েদাবাদ, গুলিস্থান ও বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ ভোর থেকেই রাজধানীতে আসা শুরু করেছেন।
ঈদের ছুটি শেষ করে মাগুরা থেকে গতকাল রোববার রাতে ঢাকা ফিরেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বেলায়েত শেখ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটি এখনো একদিন বাকি। তবে এরপর আর টিকিট পাব না, এখনই যে ভিড়। তাই আগেভাগেই চলে এসেছি।’
বেলায়েত অভিযোগ করেন, ‘যাওয়ার মতো ঢাকায় ফিরে আসার ভাড়াও বেশি। প্রায় ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া বেশি নিচ্ছে সব পরিবহন। এ ছাড়া আজ থেকে ঢাকা ফেরার চাপ বাড়বে। তখন যানজট ও ভোগান্তি হবে। তাই সবকিছু চিন্তা করে একদিন আগে চলে এলাম।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে