নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সেই ষড়যন্ত্র রুখতে নির্বাচনকে সামনে রেখে তারা আয়োজন করেছেন সম্প্রীতির অভিযাত্রার।
আজ শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটি ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ কর্মসূচির সূচনা পর্বের উদ্বোধন করেছে। এ সময় তাঁরা সংবিধান অনুযায়ী নির্বাচন চান এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
উদ্বোধনের সময় সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, ‘আজকে যখন আমি কথা বলছি, এই সময় আরও নয়টি জেলায় ১০টি জায়গায় একই সঙ্গে এই আয়োজন চলছে। এই উদ্দেশ্য নিয়ে সংস্কৃতি কর্মীরা মাঠে নেমেছে মানুষকে জাগিয়ে তোলার জন্য। আগামী নভেম্বরের মধ্যে ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে সব সংস্কৃতি কর্মীরা নেমে পড়বে। কেন?
‘আমরা ১৯৯১ সালে স্বৈরাচারী এরশাদের পতনের পরে দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা করেছিলাম। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশব্যাপী অভিযাত্রা করেছিলাম। জাতির সংকটে সংস্কৃতিকর্মীরা কখনো নিশ্চুপ থাকেনি। সংস্কৃতিকর্মীরা সব সময় তাদের দায়িত্ব পালন করেছে। আজকে দ্বাদশ নির্বাচন সামনে। গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে এটাই স্বাভাবিক।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, জাতীয় নির্বাচনকে নিয়ে দুটি দল দেখা যাচ্ছে। একদল বর্তমান সরকার ও তার মিত্ররা। তারা সংবিধান অনুযায়ী নির্বাচন চান এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন নির্বাচন আয়োজনে। আরেক দল বিএনপি-জামাত চায় তত্ত্বাবধায়ক সরকার।
‘আমরা সংস্কৃতিকর্মীরা মনে করি, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং আমরা তার পক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এটি কেবল ক্ষমতা পালা বদলের ষড়যন্ত্র নয় ৷ এটি দেশের আদর্শকে পরিবর্তনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে সংস্কৃতিকর্মীরা।’
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অধিভুক্ত সংগঠনগুলো সংস্কৃতিকর্মীদের এই সম্প্রীতির অভিযাত্রায় সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। তাদের কথায় উঠে আসে, নির্বাচন এলেই একটি অশুভ শক্তি বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে সারা দেশের সংস্কৃতি কর্মীরা মাঠে নামবে।
এই অভিযাত্রায় সংহতি জানিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা মিনু হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম একেবারে তরুণ। মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। দেশকে ভালোবেসে তখন অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলাম। মাত্র দশ দিন ক্লাস করেছি। আমাদের বয়স হয়েছে। এখন এই প্রজন্মের তরুণদের এগিয়ে আসতে হবে।’
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা মানুষের কাছে কোনো কথা নিয়ে উপস্থিত হয়েছি, সেটা সবার জানা। এটি হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। কিন্তু কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে এই সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরা কাজ করে যাবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহসভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে স্বৈরশাসকের নেতৃত্বে আমাদের ইতিহাস বিকৃতি করা হয়েছে। বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু গত দুই দশক ধরে বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালিয়েছেন। আবার সেই অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা বিদেশি শক্তির সাহায্যে নানা ষড়যন্ত্র করছে।’
জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহর স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আরও বক্তব্য রাখেন জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ। সাংস্কৃতিক পর্বে লেখক-গবেষক গোলাম কুদ্দুছের গ্রন্থনায় ‘চাই সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে সংগীত ও নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়।
সংগীত পরিচালনায় ছিলেন আবিদা রহমান সেতু এবং নৃত্য পরিচালনায় ওয়াদা রিহাব। পরিবেশিত হয় মো. আহ্কাম উল্লাহর গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘সংস্কৃতির বাংলাদেশ’ এবং আবুল কালাম আজাদের রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটক ‘ঠিকানা’।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে সারা দেশের ৬৪ জেলায় ধারাবাহিকভাবে একই কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।
আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা। সেই ষড়যন্ত্র রুখতে নির্বাচনকে সামনে রেখে তারা আয়োজন করেছেন সম্প্রীতির অভিযাত্রার।
আজ শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটি ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ কর্মসূচির সূচনা পর্বের উদ্বোধন করেছে। এ সময় তাঁরা সংবিধান অনুযায়ী নির্বাচন চান এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
উদ্বোধনের সময় সভাপতির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেছেন, ‘আজকে যখন আমি কথা বলছি, এই সময় আরও নয়টি জেলায় ১০টি জায়গায় একই সঙ্গে এই আয়োজন চলছে। এই উদ্দেশ্য নিয়ে সংস্কৃতি কর্মীরা মাঠে নেমেছে মানুষকে জাগিয়ে তোলার জন্য। আগামী নভেম্বরের মধ্যে ৬৪ জেলা এবং উপজেলাগুলোতে সব সংস্কৃতি কর্মীরা নেমে পড়বে। কেন?
‘আমরা ১৯৯১ সালে স্বৈরাচারী এরশাদের পতনের পরে দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা করেছিলাম। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দেশব্যাপী অভিযাত্রা করেছিলাম। জাতির সংকটে সংস্কৃতিকর্মীরা কখনো নিশ্চুপ থাকেনি। সংস্কৃতিকর্মীরা সব সময় তাদের দায়িত্ব পালন করেছে। আজকে দ্বাদশ নির্বাচন সামনে। গণতান্ত্রিক দেশে নির্বাচন হবে এটাই স্বাভাবিক।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, জাতীয় নির্বাচনকে নিয়ে দুটি দল দেখা যাচ্ছে। একদল বর্তমান সরকার ও তার মিত্ররা। তারা সংবিধান অনুযায়ী নির্বাচন চান এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন নির্বাচন আয়োজনে। আরেক দল বিএনপি-জামাত চায় তত্ত্বাবধায়ক সরকার।
‘আমরা সংস্কৃতিকর্মীরা মনে করি, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং আমরা তার পক্ষে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এটি কেবল ক্ষমতা পালা বদলের ষড়যন্ত্র নয় ৷ এটি দেশের আদর্শকে পরিবর্তনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে সংস্কৃতিকর্মীরা।’
অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অধিভুক্ত সংগঠনগুলো সংস্কৃতিকর্মীদের এই সম্প্রীতির অভিযাত্রায় সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। তাদের কথায় উঠে আসে, নির্বাচন এলেই একটি অশুভ শক্তি বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে সারা দেশের সংস্কৃতি কর্মীরা মাঠে নামবে।
এই অভিযাত্রায় সংহতি জানিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মুক্তিযোদ্ধা মিনু হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমি ছিলাম একেবারে তরুণ। মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। দেশকে ভালোবেসে তখন অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলাম। মাত্র দশ দিন ক্লাস করেছি। আমাদের বয়স হয়েছে। এখন এই প্রজন্মের তরুণদের এগিয়ে আসতে হবে।’
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমরা মানুষের কাছে কোনো কথা নিয়ে উপস্থিত হয়েছি, সেটা সবার জানা। এটি হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। কিন্তু কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে এই সম্প্রীতি নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরা কাজ করে যাবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহসভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ বলেন, ‘দীর্ঘ সময় ধরে স্বৈরশাসকের নেতৃত্বে আমাদের ইতিহাস বিকৃতি করা হয়েছে। বঙ্গবন্ধুকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু গত দুই দশক ধরে বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালিয়েছেন। আবার সেই অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা বিদেশি শক্তির সাহায্যে নানা ষড়যন্ত্র করছে।’
জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো. আহ্কাম উল্লাহর স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আরও বক্তব্য রাখেন জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ইকবাল খোরশেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ। সাংস্কৃতিক পর্বে লেখক-গবেষক গোলাম কুদ্দুছের গ্রন্থনায় ‘চাই সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে সংগীত ও নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়।
সংগীত পরিচালনায় ছিলেন আবিদা রহমান সেতু এবং নৃত্য পরিচালনায় ওয়াদা রিহাব। পরিবেশিত হয় মো. আহ্কাম উল্লাহর গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘সংস্কৃতির বাংলাদেশ’ এবং আবুল কালাম আজাদের রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় নাটক ‘ঠিকানা’।
উদ্বোধনী অনুষ্ঠান থেকে সারা দেশের ৬৪ জেলায় ধারাবাহিকভাবে একই কর্মসূচি পালিত হবে বলেও জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে