অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক সমন্বয়কের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটল গতকাল বুধবার। সংগঠনটির নেতারা বলছেন, দলীয় লেজুড়বৃত্তি না করা এবং গণতান্ত্রিকভাবে দলের নেতৃত্ব নির্বাচন করার লক্ষ্যের ভিত্তিতে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে কার্যক্রম চালাবে এ সংগঠন। তবে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে আত্মপ্রকাশের দিনেই হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন কেন্দ্রীয় আহ্বায়ক হওয়া আবু বাকের মজুমদার। এ সময় তিনি সংগঠনের নাম এবং এর কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর তিনটি মূলনীতি হচ্ছে শিক্ষা, ঐক্য ও মুক্তি। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র মনোনীত হয়েছেন আশরেফা খাতুন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদের আহ্বায়ক, লিমন মাহমুদ হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলম সদস্যসচিব, আল-আমিন সরকার সিনিয়র সদস্যসচিব, হাসিবুল ইসলাম মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদি মুখপাত্র হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি এবং আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া মহির আলম গণিত, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান, লিমন মাহমুদ হাসান ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস (ইসোল) এবং আল-আমিন সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে নতুন ছাত্রসংগঠনের নেতারা জানান, সংগঠনটি বাংলাদেশ রাষ্ট্র ও শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেবে। ছাত্র ও নাগরিকদের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। প্রথাগত ছাত্রসংগঠনগুলোর মতো কোনো মূল দলের ‘লেজুড়বৃত্তি’ বা তার লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে না। শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে।
নতুন ছাত্রসংগঠনের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন এই সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি স্বতন্ত্রভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করলেও কৌশলগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আন্দোলন, কর্মসূচি পরিচালনা করবে।
এদিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের অঙ্গীকার করা হলেও পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘একতরফাভাবে মূল পদগুলো ভাগাভাগি করে নিয়েছেন’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন শুরুর আগেই ক্যানটিনের বাইরে বিক্ষোভ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ‘সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। অন্যদিকে আরেক দল শিক্ষার্থী নতুন ছাত্রসংগঠনের নেতৃত্বে আসা বাকের-জাহিদ ও সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে মুখোমুখি অবস্থান নেয়।
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে তা হাতাহাতিতে রূপ নেয়। নতুন কমিটির নেতা ও তাদের সমর্থক শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন থেকে মল চত্বরের দিকে গেলে সে এলাকায় অবস্থানরত অন্য পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।
নতুন ছাত্রসংগঠনের একাধিক উদ্যোক্তা বলেছেন, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে আগ্রহী। কিন্তু সংগঠনের নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হচ্ছে না। ফলে রিফাতের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান।
তবে কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবমূল্যায়নের শিকার হয়েছেন। নতুন ছাত্রসংগঠনের বিষয়ে আন্দোলনের সময় বেসরকারিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করা হয়নি। তাঁদের বক্তব্য, সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে সারা দেশে সংগঠন তৈরি করা যাবে না।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সাবেক সমন্বয়কের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটল গতকাল বুধবার। সংগঠনটির নেতারা বলছেন, দলীয় লেজুড়বৃত্তি না করা এবং গণতান্ত্রিকভাবে দলের নেতৃত্ব নির্বাচন করার লক্ষ্যের ভিত্তিতে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে সামনে রেখে কার্যক্রম চালাবে এ সংগঠন। তবে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে আত্মপ্রকাশের দিনেই হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে সংগঠনটির নেতা-কর্মীদের মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেন কেন্দ্রীয় আহ্বায়ক হওয়া আবু বাকের মজুমদার। এ সময় তিনি সংগঠনের নাম এবং এর কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর তিনটি মূলনীতি হচ্ছে শিক্ষা, ঐক্য ও মুক্তি। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্যসচিব জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র মনোনীত হয়েছেন আশরেফা খাতুন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আব্দুল কাদের আহ্বায়ক, লিমন মাহমুদ হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলম সদস্যসচিব, আল-আমিন সরকার সিনিয়র সদস্যসচিব, হাসিবুল ইসলাম মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদি মুখপাত্র হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া জাহিদ আহসান একই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস, তাহমিদ আল মুদাসসির চৌধুরী বিশ্বধর্ম ও সংস্কৃতি এবং আশরেফা খাতুন এবং রিফাত রশিদ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত আব্দুল কাদের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া মহির আলম গণিত, হাসিবুল ইসলাম এবং রাফিয়া রেহনুমা হৃদি সমাজবিজ্ঞান, লিমন মাহমুদ হাসান ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস (ইসোল) এবং আল-আমিন সরকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে নতুন ছাত্রসংগঠনের নেতারা জানান, সংগঠনটি বাংলাদেশ রাষ্ট্র ও শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দেবে। ছাত্র ও নাগরিকদের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে। প্রথাগত ছাত্রসংগঠনগুলোর মতো কোনো মূল দলের ‘লেজুড়বৃত্তি’ বা তার লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে না। শুধু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে।
নতুন ছাত্রসংগঠনের একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন এই সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি স্বতন্ত্রভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করলেও কৌশলগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের আন্দোলন, কর্মসূচি পরিচালনা করবে।
এদিকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের অঙ্গীকার করা হলেও পাবলিক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘একতরফাভাবে মূল পদগুলো ভাগাভাগি করে নিয়েছেন’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন শুরুর আগেই ক্যানটিনের বাইরে বিক্ষোভ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ‘সিন্ডিকেটের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন। অন্যদিকে আরেক দল শিক্ষার্থী নতুন ছাত্রসংগঠনের নেতৃত্বে আসা বাকের-জাহিদ ও সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে মুখোমুখি অবস্থান নেয়।
কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে তা হাতাহাতিতে রূপ নেয়। নতুন কমিটির নেতা ও তাদের সমর্থক শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন থেকে মল চত্বরের দিকে গেলে সে এলাকায় অবস্থানরত অন্য পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।
নতুন ছাত্রসংগঠনের একাধিক উদ্যোক্তা বলেছেন, মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির সূত্রপাত। রিফাত রশিদ শীর্ষ চার পদের একটিতে আসতে আগ্রহী। কিন্তু সংগঠনের নারী সদস্যদের বিরোধিতার কারণে তাকে শীর্ষ পদ দেওয়া হচ্ছে না। ফলে রিফাতের অনুসারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান।
তবে কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবমূল্যায়নের শিকার হয়েছেন। নতুন ছাত্রসংগঠনের বিষয়ে আন্দোলনের সময় বেসরকারিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করা হয়নি। তাঁদের বক্তব্য, সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে সারা দেশে সংগঠন তৈরি করা যাবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে