Ajker Patrika

ঢাবির জগন্নাথ হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি
ঢাবির জগন্নাথ হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে অমিত সরকার (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় অমিতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমিত যশোর কোতোয়ালি উপজেলার বালিয়াঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে।

বিষয়টি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এক শিক্ষার্থী মারা গেছে। আমরা শোকাহত। বিস্তারিত এখনো বলতে পারছি না। তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।’

অমিতের রুমমেট সজিব মিত্র জানান, রাত দেড়টা পর্যন্ত মোবাইল চালিয়েছিল। সকালে দেখি কোনো সাড়াশব্দ নেই। ডাকলেও উঠে না। তখন পাশের রুমমেটদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মৃত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বজনদের কাছে মরদেহ তুলে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত