প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে করোনার কারণে সকল সরকারি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে প্রায় ২ বছর ধরে কাজ নেই উপজেলার ডেকোরেটর, লাইটিং ও মাইক ব্যবসায়ীদের। ফলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ছাড়া এ ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকেরাও কাজ না থাকায় বিপাকে রয়েছেন।
জানা গেছে, এ উপজেলায় ৩ শতাধিক ডেকোরেটর, লাইটিং ও মাইক ব্যবসায়ী রয়েছেন। এসব ব্যবসার সঙ্গে বাবুর্চি, ক্যামেরাম্যান, ইভেন্ট ম্যানেজমেন্টসহ ৫ হাজার শ্রমিক জড়িত। করোনার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। ফলে ডেকোরেটরের দোকানগুলোও বন্ধ রাখা হয়। দীর্ঘদিন ডেকোরেটরের পণ্য ভাড়া না যাওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় প্রতিদিন দোকানে পড়ে থাকা বিভিন্ন কাঠের পণ্য সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের ঘর ভাড়া, কর্মচারীর বেতন পরিশোধ নিয়েও দুর্ভোগে পড়েছেন মালিকেরা। অনেক শ্রমিক তাঁদের দীর্ঘদিনের পেশা ছেড়ে এখন অনেকে চা বিক্রেতা, ফল বিক্রেতা ও রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন।
সিরাজদিখান বাজারের দৌলত ডেকোরেটরের স্বত্বাধিকারী দৌলত ব্যাপারী বলেন, উপজেলার ডেকোরেটর মালিকদের সমিতি না থাকায় সরকারের কাছে আমরা প্রণোদনার দাবি করতে পারছি না। আমাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ এই ব্যবসা। দীর্ঘদিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আর্থিক সংকটে রয়েছি। এখন এ ব্যবসার সঙ্গে জড়িতদের পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছেন।
উপজেলার তাওহীদ ডেকোরেটর অ্যান্ড লাইটিংয়ের স্বত্বাধিকারী আলমগীর হোসেন হৃদয় বলেন, করোনার কারণে ব্যবসা বন্ধ রয়েছে। ঠিকমতো দোকানের ভাড়া দিতে না পারায় তা ছেড়ে দিতে হয়েছে। গুদামে মাল আছে। তাই রাস্তার পাশে ফল বিক্রি করে এখন গুদামের ভাড়া দিতে হচ্ছে। ব্যবসা বাঁচিয়ে রাখতে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে চলতে হচ্ছে।
ইছাপুরা চৌরাস্তার অভি ডেকোরেটরের স্বত্বাধিকারী আবদুল জব্বার হাওলাদার বলেন, এ ব্যবসা নিয়ে চরম বিপাকে পড়েছি। বর্তমান সময়ে বিভিন্ন বিধিনিষেধ ও লকডাউনের কারণে এ ব্যবসা অচল হয়ে পড়েছে। মালিক ও শ্রমিকেরা এখন মানবেতর জীবনযাপন করছে। অনেকেই ঘরভাড়া ও বিদ্যুৎ বিল না দিতে পেরে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, লকডাউন সব সময় থাকে না। এ ছাড়া আমাদের কিছু কিছু ছোটখাটো অনুষ্ঠান থাকে। সে ক্ষেত্রে তাঁরা মোটামুটি কাজকর্ম করতে পারে। যদি কোন ব্যবসায়ী এবং শ্রমিক অনেক সমস্যায় থাকে তাহলে তাঁরা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব। আমরা ছোট ব্যবসায়ী এবং সব ধরনের শ্রমিকদের সব সময় আর্থিক ও খাদ্য সহায়তা দিচ্ছি।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে করোনার কারণে সকল সরকারি, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে প্রায় ২ বছর ধরে কাজ নেই উপজেলার ডেকোরেটর, লাইটিং ও মাইক ব্যবসায়ীদের। ফলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এ ছাড়া এ ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিকেরাও কাজ না থাকায় বিপাকে রয়েছেন।
জানা গেছে, এ উপজেলায় ৩ শতাধিক ডেকোরেটর, লাইটিং ও মাইক ব্যবসায়ী রয়েছেন। এসব ব্যবসার সঙ্গে বাবুর্চি, ক্যামেরাম্যান, ইভেন্ট ম্যানেজমেন্টসহ ৫ হাজার শ্রমিক জড়িত। করোনার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল প্রকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ রয়েছে। ফলে ডেকোরেটরের দোকানগুলোও বন্ধ রাখা হয়। দীর্ঘদিন ডেকোরেটরের পণ্য ভাড়া না যাওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় প্রতিদিন দোকানে পড়ে থাকা বিভিন্ন কাঠের পণ্য সামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের ঘর ভাড়া, কর্মচারীর বেতন পরিশোধ নিয়েও দুর্ভোগে পড়েছেন মালিকেরা। অনেক শ্রমিক তাঁদের দীর্ঘদিনের পেশা ছেড়ে এখন অনেকে চা বিক্রেতা, ফল বিক্রেতা ও রাজমিস্ত্রি হিসেবে কাজ করছেন।
সিরাজদিখান বাজারের দৌলত ডেকোরেটরের স্বত্বাধিকারী দৌলত ব্যাপারী বলেন, উপজেলার ডেকোরেটর মালিকদের সমিতি না থাকায় সরকারের কাছে আমরা প্রণোদনার দাবি করতে পারছি না। আমাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ এই ব্যবসা। দীর্ঘদিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আর্থিক সংকটে রয়েছি। এখন এ ব্যবসার সঙ্গে জড়িতদের পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছেন।
উপজেলার তাওহীদ ডেকোরেটর অ্যান্ড লাইটিংয়ের স্বত্বাধিকারী আলমগীর হোসেন হৃদয় বলেন, করোনার কারণে ব্যবসা বন্ধ রয়েছে। ঠিকমতো দোকানের ভাড়া দিতে না পারায় তা ছেড়ে দিতে হয়েছে। গুদামে মাল আছে। তাই রাস্তার পাশে ফল বিক্রি করে এখন গুদামের ভাড়া দিতে হচ্ছে। ব্যবসা বাঁচিয়ে রাখতে বিভিন্ন জায়গা থেকে ঋণ করে চলতে হচ্ছে।
ইছাপুরা চৌরাস্তার অভি ডেকোরেটরের স্বত্বাধিকারী আবদুল জব্বার হাওলাদার বলেন, এ ব্যবসা নিয়ে চরম বিপাকে পড়েছি। বর্তমান সময়ে বিভিন্ন বিধিনিষেধ ও লকডাউনের কারণে এ ব্যবসা অচল হয়ে পড়েছে। মালিক ও শ্রমিকেরা এখন মানবেতর জীবনযাপন করছে। অনেকেই ঘরভাড়া ও বিদ্যুৎ বিল না দিতে পেরে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, লকডাউন সব সময় থাকে না। এ ছাড়া আমাদের কিছু কিছু ছোটখাটো অনুষ্ঠান থাকে। সে ক্ষেত্রে তাঁরা মোটামুটি কাজকর্ম করতে পারে। যদি কোন ব্যবসায়ী এবং শ্রমিক অনেক সমস্যায় থাকে তাহলে তাঁরা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা অবশ্যই তাদের সহযোগিতা করব। আমরা ছোট ব্যবসায়ী এবং সব ধরনের শ্রমিকদের সব সময় আর্থিক ও খাদ্য সহায়তা দিচ্ছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫