নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলার এজাহার অনুযায়ী, ইউসিবি পিএলসির চট্টগ্রামের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ‘ভিশন ট্রেডিং’ একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। শাখাটির তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. একরাম উল্লাহ এবং শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী প্রতিষ্ঠানটির হিসাব চালু করেন।
ঋণ আবেদনের পর শাখার ক্রেডিট কমিটি মিথ্যা তথ্য দিয়ে সুপারিশ করে, যা পরে করপোরেট অফিসের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। যদিও ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি প্রস্তাবটির সঙ্গে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ যুক্ত করে পরিচালনা পর্ষদে পাঠায়। তা সত্ত্বেও ৪৪৮তম পর্ষদ সভায় ঋণটি অনুমোদন দেওয়া হয়।
তদন্তে দুদক জানতে পেরেছে, ‘ভিশন ট্রেডিং’ নামে বাস্তবে কোনো প্রতিষ্ঠান নেই। এটি আরামিট গ্রুপের মালিক সাইফুজ্জামান চৌধুরীর একজন কর্মচারীকে মালিক সাজিয়ে বানানো কাগুজে প্রতিষ্ঠান। অনুমোদিত অর্থ পরে আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মতো কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়, যেগুলোও সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে নিবন্ধিত।
সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ছাড়া দুদকের মামলায় আসামির তালিকায় ইউসিবি পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ কাদরী, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, ব্যাংকটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট কাগুজে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর নাম রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান, তাঁর স্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সে বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দুদক তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
এ ছাড়া যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে সাইফুজ্জামান ও রুকমীলা জামানের নামে থাকা সম্পত্তি জব্দ করার আদেশ দেয় আদালত।
গত ৫ মার্চ সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকা জমা ছিল। আদালতের অন্য এক আদেশে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দেরও নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করে।
ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের মাধ্যমে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুকমীলা জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
মামলার এজাহার অনুযায়ী, ইউসিবি পিএলসির চট্টগ্রামের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ‘ভিশন ট্রেডিং’ একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। শাখাটির তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. একরাম উল্লাহ এবং শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী প্রতিষ্ঠানটির হিসাব চালু করেন।
ঋণ আবেদনের পর শাখার ক্রেডিট কমিটি মিথ্যা তথ্য দিয়ে সুপারিশ করে, যা পরে করপোরেট অফিসের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়। যদিও ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি প্রস্তাবটির সঙ্গে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ যুক্ত করে পরিচালনা পর্ষদে পাঠায়। তা সত্ত্বেও ৪৪৮তম পর্ষদ সভায় ঋণটি অনুমোদন দেওয়া হয়।
তদন্তে দুদক জানতে পেরেছে, ‘ভিশন ট্রেডিং’ নামে বাস্তবে কোনো প্রতিষ্ঠান নেই। এটি আরামিট গ্রুপের মালিক সাইফুজ্জামান চৌধুরীর একজন কর্মচারীকে মালিক সাজিয়ে বানানো কাগুজে প্রতিষ্ঠান। অনুমোদিত অর্থ পরে আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মতো কয়েকটি ভুয়া প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়, যেগুলোও সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে নিবন্ধিত।
সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ছাড়া দুদকের মামলায় আসামির তালিকায় ইউসিবি পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ কাদরী, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এম এ সবুর, ব্যাংকটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা, সংশ্লিষ্ট কাগুজে প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর নাম রয়েছে।
এর আগে ২০২৪ সালের ১৭ এপ্রিল ২০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাইফুজ্জামান, তাঁর স্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সে বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর দুদক তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
এ ছাড়া যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৯টি এবং অন্যান্য দেশে সাইফুজ্জামান ও রুকমীলা জামানের নামে থাকা সম্পত্তি জব্দ করার আদেশ দেয় আদালত।
গত ৫ মার্চ সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়, যেখানে ৫ কোটি ২৬ লাখ টাকা জমা ছিল। আদালতের অন্য এক আদেশে ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দেরও নির্দেশ দেওয়া হয়।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে