নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৫ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করায় গ্রেপ্তার হতে হয়েছিল বলে দাবি করেছেন দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম। তিনি বলেছেন, ‘২০১৫ সালের ৬ জানুয়ারি ভোরে ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম।’
আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে একুশে টেলিভিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবদুস সালাম।
২০১৫ সালের ২৫ নভেম্বর একুশের জন্য একটি কালো দিবস উল্লেখ করে আবদুস সালাম বলেন, ওই দিন শেখ হাসিনার তৎকালীন বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে এস আলম গ্রুপ ইটিভি দখল করে নেয়। তিনি বলেন, ‘আমি প্রায় তিন বছর জেলে ছিলাম। ছাড়া পাওয়ার পরও আমাকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবার ভালোবাসা ও একুশের কর্মীদের অনুরোধে আমি আমার প্রতিষ্ঠানে আবার ফিরে আসি। ফিরে পাই একুশে টেলিভিশন।’
বিগত ১০ বছরের অনিয়ম নিয়ে অডিট করা হচ্ছে বলে জানান আবদুস সালাম। এরপর প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
২০০০ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ইটিভি। এরপর ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ ৫ বছর সংগ্রাম করে আমরা ফের অন-এয়ারে আসি ২০০৭ সালে। এরপর আবারও স্বৈরশাসকের রোষানলে পড়ে একুশে টেলিভিশন।’
প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে তিন দিনের উৎসব আয়োজনের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, এই উৎসবে ইটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও ১৪ এপ্রিল সারা দিন কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্টসহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে। আয়োজন করা হবে বর্ণিল র্যালি।
একুশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, একুশে টেলিভিশন এরই মধ্যে আবারও তার বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনছে সংবাদে এবং অনুষ্ঠানে। টকশো, অনুসন্ধান, বিনোদনে নতুন নতুন চমক দিচ্ছে। সামনে আরও নতুন পরিকল্পনা আছে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য।
আবদুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের একটি নাম। মুক্ত সাংবাদিকতা ও সুস্থ বিনোদন নিয়ে একুশে টেলিভিশন এগিয়ে যাবে। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।’ তিনি জানান, জনগণের কথা বলে যাবে একুশে টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠায় কোনো আপস করবে না ইটিভি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একুশে টিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ, ডেপুটি সিএনই হাসান জাকির, প্রোগ্রাম ও ডিজিটাল বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ বদরুল হাসান ইতাম, হেড অব ডিজিটাল কামাল হোসেন শাহরিয়ার।
২০১৫ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করায় গ্রেপ্তার হতে হয়েছিল বলে দাবি করেছেন দেশের প্রথম টেরেস্ট্রিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম। তিনি বলেছেন, ‘২০১৫ সালের ৬ জানুয়ারি ভোরে ইটিভি ভবন থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আমাকে আটক করা হয়। আমার অপরাধ ছিল, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বক্তব্য ইটিভিতে লাইভ সম্প্রচার করেছিলাম।’
আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে একুশে টেলিভিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আবদুস সালাম।
২০১৫ সালের ২৫ নভেম্বর একুশের জন্য একটি কালো দিবস উল্লেখ করে আবদুস সালাম বলেন, ওই দিন শেখ হাসিনার তৎকালীন বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে এস আলম গ্রুপ ইটিভি দখল করে নেয়। তিনি বলেন, ‘আমি প্রায় তিন বছর জেলে ছিলাম। ছাড়া পাওয়ার পরও আমাকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবার ভালোবাসা ও একুশের কর্মীদের অনুরোধে আমি আমার প্রতিষ্ঠানে আবার ফিরে আসি। ফিরে পাই একুশে টেলিভিশন।’
বিগত ১০ বছরের অনিয়ম নিয়ে অডিট করা হচ্ছে বলে জানান আবদুস সালাম। এরপর প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
২০০০ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ইটিভি। এরপর ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। আবদুস সালাম বলেন, ‘দীর্ঘ ৫ বছর সংগ্রাম করে আমরা ফের অন-এয়ারে আসি ২০০৭ সালে। এরপর আবারও স্বৈরশাসকের রোষানলে পড়ে একুশে টেলিভিশন।’
প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উপলক্ষে তিন দিনের উৎসব আয়োজনের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, এই উৎসবে ইটিভিতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ছাড়াও ১৪ এপ্রিল সারা দিন কারওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে দিনব্যাপী মেলা, কনসার্টসহ দেশজ সংস্কৃতির আয়োজন করা হয়েছে। আয়োজন করা হবে বর্ণিল র্যালি।
একুশকে এগিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, একুশে টেলিভিশন এরই মধ্যে আবারও তার বস্তুনিষ্ঠতা ও বৈচিত্র্য ফিরিয়ে আনছে সংবাদে এবং অনুষ্ঠানে। টকশো, অনুসন্ধান, বিনোদনে নতুন নতুন চমক দিচ্ছে। সামনে আরও নতুন পরিকল্পনা আছে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য।
আবদুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন সংগ্রাম ও সাফল্যের একটি নাম। মুক্ত সাংবাদিকতা ও সুস্থ বিনোদন নিয়ে একুশে টেলিভিশন এগিয়ে যাবে। কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।’ তিনি জানান, জনগণের কথা বলে যাবে একুশে টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠায় কোনো আপস করবে না ইটিভি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একুশে টিভির নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ, ডেপুটি সিএনই হাসান জাকির, প্রোগ্রাম ও ডিজিটাল বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ বদরুল হাসান ইতাম, হেড অব ডিজিটাল কামাল হোসেন শাহরিয়ার।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে