Ajker Patrika

বঙ্গবন্ধু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৩: ৫৬
বঙ্গবন্ধু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের জেলখানার কাছে মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন। নিহতরা হলেন অনিক (১৮) ও শাওন (১৮)। অনিক ঢাকার মুগদার মানিকনগরের ইদ্রিস আলীর ছেলে। আর শাওন কুমিল্লার লাকসামের মনারগঞ্জের সাইফুল ইসলামের ছেলে। 

মোল্লা জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহত দুই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। শাহবাগ থানা থেকে দুই তরুণের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত