নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া টাকা না পেয়ে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। এতে করে চরম বিপাকে পড়েছেন রোগী ও তাঁর স্বজনেরা।
এ ঘটনায় কিছুক্ষণ মিরপুর সড়ক অবরোধ করেন চিকিৎসা নিতে আসা ক্ষুব্ধ রোগীরা। এতে করে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাসপাতালের গেটে তালা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বর্তমানে নতুন কোনো রোগী ডায়ালাইসিস নিতে পারছেন না।
সেবা নিতে আসা রোগীরা বলেন, ‘কয়েক দিন পর পর হাসপাতালটিতে ডায়ালাইসিস বন্ধ করে দেওয়া হয়। এতে করে মৃত্যুঝুঁকি বাড়ছে। আমরা বাঁচতে চাই। আগের মতো চালানো হোক।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশের একমাত্র কিডনি বিশেষায়িত এই হাসপাতালে প্রতিদিন তিন শিফটে ১১৩ জনকে চার ঘণ্টা করে মোট ৩৩৯ জনকে ডায়ালাইসিস দেওয়া হয়।
হাসপাতালটিতে চিকিৎসকদের পাশাপাশি ডায়ালাইসিস কাজে ৭০ জন কর্মী কাজ করেন।
এমনই একজন আল-আমিন বারী। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘১৩ বছর ধরে ডায়ালাইসিস করছি। মন্ত্রণালয় থেকে টাকা না পেয়ে ২০১৮ ও গত বছরের জুলাইতেও বন্ধ হয়েছিল ডায়ালাইসিস।’
হাসপাতালটির একাধিক কর্মকর্তা-কর্মচারী আজকের পত্রিকাকে জানান, অর্থসংকটে প্রায়ই এ ঘটনা ঘটছে। গত কয়েক মাস ধরে কর্মচারীদের অর্ধেক বেতন দেওয়া হচ্ছে। সেই টাকা দিয়ে বিভিন্ন চিকিৎসা উপকরণ কেনা হচ্ছে।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন মো. রাসেল। বুধবার দুপুরের দিকে হাসপাতালটিতে এসে এমন জটিলতায় পড়ে যান। ডায়ালাইসিস না নিয়েই ফেরত যেতে হয় নারায়ণগঞ্জ থেকে আসা এই ব্যক্তিকে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের কাছে কিছু টাকা বকেয়া থাকায় আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর।
অর্থ বকেয়া থাকার বিষয়টি স্বীকার করে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্যানডোর সঙ্গে আবারও যোগাযোগ হয়েছে। ঘণ্টা খানেক পর আবারও ডায়ালাইসিস চালু হবে।’
মিজানুর রহমান বলেন, ‘স্যানডোর শুধু আমাদের হাসপাতালের রোগীদেরই ডায়ালাইসিস করে না, সব হাসপাতালেই তারা ডায়ালাইসিস করে থাকে। আমাদের কাছে ওদের কিছু বিল বকেয়া আছে, সেটিও প্রক্রিয়াধীন। এখন তারা রোগীদের জিম্মি করে ডায়ালাইসিস সেন্টার তালা দিয়ে বন্ধ করে চলে গেছে। যে কারণে রোগীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।’
মিজানুর রহমান বলেন, ‘এটি তো আমাদের হাসপাতালের কোনো সমস্যা নয়, স্যানডোর তালা মেরে চলে গেছে এটা তাদের দায়। তারা বলছে টাকা না পেলে ডায়ালাইসিস সেন্টার খুলবে না। আমরা তাদের বলেছি যে টাকাটা প্রসেসিংয়ে আছে, আর সরকারি টাকা পেতে তো একটু দেরি হতেই পারে। এ জন্য সেবা বন্ধ করে দেওয়াটা অন্যায়।’
বকেয়া টাকা না পেয়ে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ডায়ালাইসিস সেবা বন্ধ করে দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর। এতে করে চরম বিপাকে পড়েছেন রোগী ও তাঁর স্বজনেরা।
এ ঘটনায় কিছুক্ষণ মিরপুর সড়ক অবরোধ করেন চিকিৎসা নিতে আসা ক্ষুব্ধ রোগীরা। এতে করে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে হাসপাতালের গেটে তালা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বর্তমানে নতুন কোনো রোগী ডায়ালাইসিস নিতে পারছেন না।
সেবা নিতে আসা রোগীরা বলেন, ‘কয়েক দিন পর পর হাসপাতালটিতে ডায়ালাইসিস বন্ধ করে দেওয়া হয়। এতে করে মৃত্যুঝুঁকি বাড়ছে। আমরা বাঁচতে চাই। আগের মতো চালানো হোক।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশের একমাত্র কিডনি বিশেষায়িত এই হাসপাতালে প্রতিদিন তিন শিফটে ১১৩ জনকে চার ঘণ্টা করে মোট ৩৩৯ জনকে ডায়ালাইসিস দেওয়া হয়।
হাসপাতালটিতে চিকিৎসকদের পাশাপাশি ডায়ালাইসিস কাজে ৭০ জন কর্মী কাজ করেন।
এমনই একজন আল-আমিন বারী। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘১৩ বছর ধরে ডায়ালাইসিস করছি। মন্ত্রণালয় থেকে টাকা না পেয়ে ২০১৮ ও গত বছরের জুলাইতেও বন্ধ হয়েছিল ডায়ালাইসিস।’
হাসপাতালটির একাধিক কর্মকর্তা-কর্মচারী আজকের পত্রিকাকে জানান, অর্থসংকটে প্রায়ই এ ঘটনা ঘটছে। গত কয়েক মাস ধরে কর্মচারীদের অর্ধেক বেতন দেওয়া হচ্ছে। সেই টাকা দিয়ে বিভিন্ন চিকিৎসা উপকরণ কেনা হচ্ছে।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন মো. রাসেল। বুধবার দুপুরের দিকে হাসপাতালটিতে এসে এমন জটিলতায় পড়ে যান। ডায়ালাইসিস না নিয়েই ফেরত যেতে হয় নারায়ণগঞ্জ থেকে আসা এই ব্যক্তিকে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের কাছে কিছু টাকা বকেয়া থাকায় আদায়ের কৌশল হিসেবে সেবা বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিষ্ঠান স্যানডোর।
অর্থ বকেয়া থাকার বিষয়টি স্বীকার করে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘স্যানডোর সঙ্গে আবারও যোগাযোগ হয়েছে। ঘণ্টা খানেক পর আবারও ডায়ালাইসিস চালু হবে।’
মিজানুর রহমান বলেন, ‘স্যানডোর শুধু আমাদের হাসপাতালের রোগীদেরই ডায়ালাইসিস করে না, সব হাসপাতালেই তারা ডায়ালাইসিস করে থাকে। আমাদের কাছে ওদের কিছু বিল বকেয়া আছে, সেটিও প্রক্রিয়াধীন। এখন তারা রোগীদের জিম্মি করে ডায়ালাইসিস সেন্টার তালা দিয়ে বন্ধ করে চলে গেছে। যে কারণে রোগীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।’
মিজানুর রহমান বলেন, ‘এটি তো আমাদের হাসপাতালের কোনো সমস্যা নয়, স্যানডোর তালা মেরে চলে গেছে এটা তাদের দায়। তারা বলছে টাকা না পেলে ডায়ালাইসিস সেন্টার খুলবে না। আমরা তাদের বলেছি যে টাকাটা প্রসেসিংয়ে আছে, আর সরকারি টাকা পেতে তো একটু দেরি হতেই পারে। এ জন্য সেবা বন্ধ করে দেওয়াটা অন্যায়।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫