অনলাইন ডেস্ক
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ বুধবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শকও (আইজিপি) ছিলেন।
আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা হয়।
জানা গেছে, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন।
জানাজা শেষে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে সিআইডিপ্রধান অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখসহ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। রাজধানীর উত্তরায় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এম আজিজুল হক ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন। ১৯৮০ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং ডিআইজি হিসেবে এপিবিএন; চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জ; স্পেশাল ব্রাঞ্চ; ডিএমপি, কমিশনার ও প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৯৬ সালের ২২ এপ্রিল থেকে ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন তিনি।
আজিজুল হক ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌপরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এম আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর জেলার সদর থানাধীন ঝিলটুলি গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। আজ বুধবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শকও (আইজিপি) ছিলেন।
আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাজা হয়।
জানা গেছে, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আত্মীয়স্বজন জানাজায় অংশ নেন।
জানাজা শেষে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে সিআইডিপ্রধান অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখসহ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এবং স্পেশাল ব্রাঞ্চ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। রাজধানীর উত্তরায় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এম আজিজুল হক ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন। ১৯৮০ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং ডিআইজি হিসেবে এপিবিএন; চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জ; স্পেশাল ব্রাঞ্চ; ডিএমপি, কমিশনার ও প্রিন্সিপাল, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ সালে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশ হেডকোয়ার্টার্সে দায়িত্ব পালন করেন।
এরপর ১৯৯৬ সালের ২২ এপ্রিল থেকে ১৯৯৭ সালের ১৬ নভেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর অবসর গ্রহণ করেন তিনি।
আজিজুল হক ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌপরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এম আজিজুল হক ১৯৪০ সালের ১৩ ডিসেম্বর ফরিদপুর জেলার সদর থানাধীন ঝিলটুলি গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫