উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ-বিক্ষোভের সময় ২৫ শিক্ষার্থীসহ ৯২ জন নিহত হয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল দুপুরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ হতাহত ব্যক্তিদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৯২ জন নিহতের মধ্যে ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়িচালক, ২ জন মসজিদের ইমাম। ১১ জনের পরিচয় এখনো জানা যায়নি।
এ সময় সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও হতাহত ব্যক্তিদের স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন।
ফান্তাসির মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় গত ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২, ৪ আগস্ট ৭, ৫ আগস্ট ৪২ ও ৭ আগস্ট ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১ জন, ১০-২০ বছর বয়সী ১৭, ২১-৩০ বছর বয়সী ১৮, ৪১-৫০ বছর বয়সী ১১, ৫১-৬০ বছর বয়সী ২ ও ৬০ বছর ঊর্ধ্বের ১ জন রয়েছে।’
ফান্তাসির মাহমুদ বলেন, ‘আমাদের ধারণা এই শহীদদের তালিকা হয়তো আরও বড় হতে পারে। আমরা চাই, জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।’
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এই মুখপাত্র জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য সংগ্রহ, প্রামাণ্যচিত্র তৈরি, প্রচার এবং ওয়েবসাইটভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ করছেন। তাঁরা চান, কোনোভাবেই যেন এই বিপ্লবের ইতিহাসের তথ্যবিকৃতি না ঘটে।
নিহত ব্যক্তিদের তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে, তা জানতে চাইলে রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমরা উত্তরার সব হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করি। পরে ওই তথ্য ধরে ধরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নিহতদের ছবি, মৃত্যুসনদ নিয়ে তালিকাটি তৈরি করি।’
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ-বিক্ষোভের সময় ২৫ শিক্ষার্থীসহ ৯২ জন নিহত হয়েছেন বলে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল দুপুরে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফান্তাসির মাহমুদ হতাহত ব্যক্তিদের এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৯২ জন নিহতের মধ্যে ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়িচালক, ২ জন মসজিদের ইমাম। ১১ জনের পরিচয় এখনো জানা যায়নি।
এ সময় সংগঠনটির আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও হতাহত ব্যক্তিদের স্বজনদের অনেকে উপস্থিত ছিলেন।
ফান্তাসির মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় গত ১৮ জুলাই ২০ জন, ১৯ জুলাই ২২, ৪ আগস্ট ৭, ৫ আগস্ট ৪২ ও ৭ আগস্ট ১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১ জন, ১০-২০ বছর বয়সী ১৭, ২১-৩০ বছর বয়সী ১৮, ৪১-৫০ বছর বয়সী ১১, ৫১-৬০ বছর বয়সী ২ ও ৬০ বছর ঊর্ধ্বের ১ জন রয়েছে।’
ফান্তাসির মাহমুদ বলেন, ‘আমাদের ধারণা এই শহীদদের তালিকা হয়তো আরও বড় হতে পারে। আমরা চাই, জুলাই-আগস্ট আন্দোলনের সঠিক ইতিহাস সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে।’
জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের এই মুখপাত্র জানান, গণ-অভ্যুত্থানের পর থেকে তাঁরা হতাহত ব্যক্তিদের সঠিক সংখ্যা নিরূপণে তথ্য সংগ্রহ, প্রামাণ্যচিত্র তৈরি, প্রচার এবং ওয়েবসাইটভিত্তিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজ করছেন। তাঁরা চান, কোনোভাবেই যেন এই বিপ্লবের ইতিহাসের তথ্যবিকৃতি না ঘটে।
নিহত ব্যক্তিদের তালিকাটি কীভাবে তৈরি করা হয়েছে, তা জানতে চাইলে রেভল্যুশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান বলেন, ‘৫ আগস্ট দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর আমরা উত্তরার সব হাসপাতাল ঘুরে তাদের কাছ থেকে হতাহতদের তথ্য সংগ্রহ করি। পরে ওই তথ্য ধরে ধরে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের কাছ থেকে নিহতদের ছবি, মৃত্যুসনদ নিয়ে তালিকাটি তৈরি করি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫