নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।
নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।
তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।
নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।
তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।
কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মঞ্চ-এর উদ্যোগে আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী নারী সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবায়দা পারভীন। বক্তব্য রাখেন, নারী মঞ্চের কেন্দ্রীয় নেত্রী মুর্শিদা আখতার নাহার, শিউলী শিকদার, শেখ সাহানাজ, সাহানা ফেরদৌসি লাকী, অ্যাডভোকেট ইশরাত জাহান, জোছনা আক্তার ও মমতাজ বেগম।
নারী নেত্রীরা বলেন, মুরাদনগরে যে নারকীয় ঘটনা ঘটেছে তা শুধু একজন নারীর ওপর নির্যাতন নয়, এটি গোটা নারী সমাজের মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ঘরের দরজা ভেঙে রাতের আঁধারে একজন সংখ্যালঘু নারীকে বিবস্ত্র করে ধর্ষণ ও তা ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশে নারীর প্রতি সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের একটি ধারাবাহিকতা।
তারা বলেন, ওই নারী একবার ধর্ষণের শিকার হয়েছেন, আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে দ্বিতীয়বার ধর্ষিত হয়েছেন। এ ধরনের ঘটনা নারীদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে এবং নারীর জনজীবনে।
নেতৃবৃন্দ বলেন, গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে মানুষ আশাবাদী হয়েছিল যে দেশে বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার অবসান ঘটবে। কিন্তু বাস্তবে বিগত ১০ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি, বরং নারী ও সংখ্যালঘুবিরোধী অপরাধ বেড়েছে।
তারা বলেন, ধর্ষণের মতো অপরাধে রাষ্ট্রের নীরবতা উদ্বেগজনক। মুরাদনগর ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এসব অপরাধ বাড়তেই থাকবে। পাশাপাশি তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, জমি দখল ও সামাজিক নিপীড়ন বন্ধে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে শেষ হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে