নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা।
জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা।
জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫