Ajker Patrika

সাংবাদিক হাবিবুরের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৭: ৩৮
সাংবাদিক হাবিবুরের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যু নিয়ে আপনাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। এ বিষয়টা নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিএমপি কমিশনার মোহা শফিকুল ইসলাম সঙ্গে আলোচনা করব।’ 

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নাসরুল হামিদ মিলনায়তনে ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক ও সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমানের শোক সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘এ বিষয়টা সুষ্ঠু তদন্ত হবে এবং অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সেটা একটু সময়ের ব্যাপার।’ 

এর আগে গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে হাতিরঝিলে বেগুনবাড়ি সিদ্দিক মাস্টারের ঢালে রক্তাক্ত অবস্থায় সাংবাদিক হাবীবুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

পরের দিন বুধবার চার দফা জানাজা শেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ ডিআরইউয়ের নেতাকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত