অনলাইন ডেস্ক
চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম ও পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অপসারণের দাবিতে পালিত হচ্ছে এ কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মবিরতি প্রতীকী বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে রুটিন (নিয়মিত) অস্ত্রোপচার। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকেরা কর্মবিরতিকে প্রতীকী বললেও ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নিউরোসায়েন্সেস হাসপাতাল শাখার প্রভাবশালী সদস্য ডা. গুরুদাস মণ্ডলকে শেখ হাসিনার পতনের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে পরিচালকের সুপারিশের ভিত্তিতে এই হাসপাতালে পুনরায় পদায়ন করা হয়।
বুধবার সকালে ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। সেখানে একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন, ডা. গুরুদাস মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ করেন। তিনি জুলাই বিপ্লবের সময় পতিত সরকারকে টিকিয়ে রাখতে শান্তি মিছিলেও অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে বদলি করা হয়। তবে পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাস্থ্যসেবা বিভাগে সুপারিশ করে পুনরায় এখানে নিয়ে আসেন।
নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রোকন-উজ-জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরপর চার মেয়াদে কাজী দীন মোহাম্মদ এই হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের কারণেই তিনি এত বছর ধরে পরিচালক। তিনি এখনো স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে যাচ্ছেন।’
রোকন-উজ-জামান আরও বলেন, ‘ডা. গুরুদাসকে তিনি আবার এই হাসপাতালে নিয়ে এসেছেন। এই বিষয় নিয়ে চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে কর্মচারীদের দিয়ে হামলা করানো হয়। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। তবে আমাদের কর্মসূচি চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে না। এটা প্রতীকী কর্মসূচি।’
চতুর্থ শ্রেণির কর্মচারীদের হামলার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম ও পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের অপসারণের দাবিতে পালিত হচ্ছে এ কর্মবিরতি।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তাঁরা কর্মসূচি পালন করছেন। তবে এই কর্মবিরতি প্রতীকী বলে দাবি করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে বন্ধ রয়েছে রুটিন (নিয়মিত) অস্ত্রোপচার। তবে অন্তর্বিভাগ, বহির্বিভাগ, জরুরি বিভাগ ও জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকেরা কর্মবিরতিকে প্রতীকী বললেও ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা সেবাপ্রত্যাশীরা।
নিউরোসায়েন্সেস হাসপাতাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নিউরোসায়েন্সেস হাসপাতাল শাখার প্রভাবশালী সদস্য ডা. গুরুদাস মণ্ডলকে শেখ হাসিনার পতনের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। তিনি ওই হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। চলতি সপ্তাহে তাঁকে পরিচালকের সুপারিশের ভিত্তিতে এই হাসপাতালে পুনরায় পদায়ন করা হয়।
বুধবার সকালে ডা. গুরুদাস মণ্ডলের যোগদান ঘিরে হাসপাতাল পরিচালকের সঙ্গে চিকিৎসকদের বাগ্বিতণ্ডা হয়। সেখানে একপর্যায়ে আউটসোর্সিং কর্মীরা চিকিৎসকদের ওপর হামলা করেন। এতে তিনজন চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হন। এর প্রতিবাদে বুধবার হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ও বহির্বিভাগের সেবা চালু রেখে হাসপাতালের নিয়মিত অস্ত্রোপচার বন্ধ ঘোষণা করেন ও তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
আন্দোলনকারী চিকিৎসকেরা বলছেন, ডা. গুরুদাস মণ্ডল আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাচিপ করেন। তিনি জুলাই বিপ্লবের সময় পতিত সরকারকে টিকিয়ে রাখতে শান্তি মিছিলেও অংশ নিয়েছিলেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁকে বদলি করা হয়। তবে পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ স্বাস্থ্যসেবা বিভাগে সুপারিশ করে পুনরায় এখানে নিয়ে আসেন।
নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রোকন-উজ-জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পরপর চার মেয়াদে কাজী দীন মোহাম্মদ এই হাসপাতালের পরিচালক। আওয়ামী লীগের কারণেই তিনি এত বছর ধরে পরিচালক। তিনি এখনো স্বৈরাচারের দোসর হয়ে কাজ করে যাচ্ছেন।’
রোকন-উজ-জামান আরও বলেন, ‘ডা. গুরুদাসকে তিনি আবার এই হাসপাতালে নিয়ে এসেছেন। এই বিষয় নিয়ে চিকিৎসকেরা পরিচালকের সঙ্গে কথা বলতে গেলে কর্মচারীদের দিয়ে হামলা করানো হয়। ফলে চিকিৎসকেরা বাধ্য হয়ে কর্মসূচি পালন করছেন। তবে আমাদের কর্মসূচি চিকিৎসাকে বাধাগ্রস্ত করছে না। এটা প্রতীকী কর্মসূচি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে