Ajker Patrika

তাজমেরী ইসলামের মুক্তির দাবিতে পেশাজীবী পরিষদের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩৫
তাজমেরী ইসলামের মুক্তির দাবিতে পেশাজীবী পরিষদের মানববন্ধন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক ডিন ড. তাজমেরী এস ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। 

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম ভুইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জিয়া পরিষদের চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুস, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রুকন, ঢাবির অধ্যাপক আক্তার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাক ইলিয়াস খান প্রমুখ। 

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ সভাপতির বক্তব্যে বলেন, বিশ্ব বিবেক জেগে উঠেছে, মানবধিকার সংগঠনগুলো একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে। সরকার যতই লবিস্ট নিয়োগ করুক সত্যকে আর ধামাচাপা দেওয়া যাবে না। তাজমেরী ইসলামকে গ্রেপ্তার করা করা হয়েছে ভয় ধরানোর জন্য। আমরা কোনো অবস্থাতেই পিছু হটব না। 

গত বৃহস্পতিবার সকালে অধ্যাপক তাজমেরী এস ইসলামকে ২০১৮ সালের নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত