Ajker Patrika

ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে অর্পিতা-আদনান

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৯
ঢাবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে অর্পিতা-আদনান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের আদনান মুস্তারি। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডিইউডিএস কার্যালয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে অর্পিতা গোলদার ও আদনান মুস্তারি দুজনেই ১১টি ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

অর্পিতা গোলদার রোকেয়া হলভিত্তিক বিতর্ক সংগঠন রোকেয়া বিতর্ক অঙ্গনের সভাপতি ছিলেন। আদনান মুস্তারি ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডিইউডিএসের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন ২০২২-২৩ সেশনের সভাপতি মাহবুবুর রহমান মাসুম ও সাধারণ ফুয়াদ হোসেন। এ ছাড়া ডিইউডিএসের মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা ও তাওহীদা জাহান (শান্তা তাওহীদা) উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত