উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়ার ব্যাংকের ভেতর কৌশলে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টাকালে মো. রাজু নামে একজন শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ।
বিমানবন্দরের অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিকেলে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এতথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া রাজু ‘মিট অ্যান্ড গ্রিট’ নামে একটি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ হিসাবে কর্মরত ছিলেন। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৭৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় পুলিশের। রাজুকে ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরবর্তীতে অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে কালো রং এর পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং রাজুর পকেট থেকে ১টি সোনার বার পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, জিজ্ঞাসাবাদে রাজু জানায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনা বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে খুশি করে দেওয়া হবে বলে জানায় পাচারকারীরা। মোবাইলে সোনা পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে রাজুর সঙ্গে যোগাযোগ করে, কাজ শেষে তাকে পাওনা বুঝিয়ে খুশি করে দেওয়া হবে বলে কথা দেয় তারা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে রাজুর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়ার ব্যাংকের ভেতর কৌশলে স্বর্ণের বার লুকিয়ে পাচারের চেষ্টাকালে মো. রাজু নামে একজন শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ।
বিমানবন্দরের অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে আজ শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিকেলে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এতথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার হওয়া রাজু ‘মিট অ্যান্ড গ্রিট’ নামে একটি বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ হিসাবে কর্মরত ছিলেন। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের শুভেচ্ছাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ২৭৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘রাজুর অযাচিত মুভমেন্ট এবং প্রশ্নবিদ্ধ আচরণে সন্দেহ হয় পুলিশের। রাজুকে ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করেন বলেও সন্দেহ করা হয়। পরবর্তীতে অ্যারাইভাল কনকোর্স হলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে কালো রং এর পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং রাজুর পকেট থেকে ১টি সোনার বার পাওয়া যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, জিজ্ঞাসাবাদে রাজু জানায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনা বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে খুশি করে দেওয়া হবে বলে জানায় পাচারকারীরা। মোবাইলে সোনা পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে রাজুর সঙ্গে যোগাযোগ করে, কাজ শেষে তাকে পাওনা বুঝিয়ে খুশি করে দেওয়া হবে বলে কথা দেয় তারা।
এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে রাজুর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে