নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি দলে, প্রশাসনে, রাজনীতিতে, সমাজে—সব জায়গায় সাম্প্রদায়িকতা আছে, এমনকি সংবিধানেও সাম্প্রদায়িকতা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ধর্ম মন্ত্রণালয়ের বাজেট বৈষম্য’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, আমরা এই সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমরা এর পরিবর্তনের জন্য লড়াই করে যাব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাণা দাশগুপ্ত আরও বলেন, অর্থমন্ত্রী কর্তৃক সম্প্রতি জাতীয় সংসদে পেশকৃত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় বৈষম্যের কোনোরূপ পরিবর্তন না আসায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি এবারের বাজেট বরাদ্দ সীমাহীন অবজ্ঞা, অবহেলা ও বৈষম্যের এক সুস্পষ্ট প্রমাণ। এবারের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় বরাদ্দ এবং উন্নয়ন খাতে মোট বরাদ্দ রয়েছে ২ হাজার ১৭৬.১৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বরাদ্দ ১৪০ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে হিন্দু কল্যাণ ট্রাস্টের জন্য ১৩৪ কোটি ৯৭ লাখ টাকা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের জন্য ৫ কোটি ১৭ লাখ টাকা এবং খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য এক টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। মোট বরাদ্দ ৬ দশমিক ৪ শতাংশ, যা জনসংখ্যার আনুপাতিক হারের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করা হয়, এর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ প্রদান করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসমূহকে ফাউন্ডেশনে রূপান্তর করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সঠিক শুমারির উদ্যোগ গ্রহণ, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মন্দির/প্যাগোডা/গির্জা ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, বিগত পাঁচ দশক ধরে বাজেটে ধর্মীয় বৈষম্যের কারণে ৫ হাজার কোটি টাকা সংখ্যালঘুদের উন্নয়ন ও কল্যাণে থোক বরাদ্দ প্রদান, বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জাতীয় পে-স্কেলভুক্ত করা।
সংগঠনের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বৈষম্য থাকা বাঞ্ছনীয় নয়। আনুপাতিক বরাদ্দের মাধ্যমে এই বৈষম্যের অবসান হতে পারে। শুধু আমেরিকা, ভারতের পেছনে ঘুরলে হবে না, তারা যেভাবে গণতন্ত্রের চর্চা করে, সেভাবে চর্চা করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সরকারি দলে, প্রশাসনে, রাজনীতিতে, সমাজে—সব জায়গায় সাম্প্রদায়িকতা আছে, এমনকি সংবিধানেও সাম্প্রদায়িকতা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ধর্ম মন্ত্রণালয়ের বাজেট বৈষম্য’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, আমরা এই সাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমরা এর পরিবর্তনের জন্য লড়াই করে যাব।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাণা দাশগুপ্ত আরও বলেন, অর্থমন্ত্রী কর্তৃক সম্প্রতি জাতীয় সংসদে পেশকৃত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের বাজেটে ধর্মীয় বৈষম্যের কোনোরূপ পরিবর্তন না আসায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি এবারের বাজেট বরাদ্দ সীমাহীন অবজ্ঞা, অবহেলা ও বৈষম্যের এক সুস্পষ্ট প্রমাণ। এবারের প্রস্তাবিত বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় বরাদ্দ এবং উন্নয়ন খাতে মোট বরাদ্দ রয়েছে ২ হাজার ১৭৬.১৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বরাদ্দ ১৪০ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে হিন্দু কল্যাণ ট্রাস্টের জন্য ১৩৪ কোটি ৯৭ লাখ টাকা, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের জন্য ৫ কোটি ১৭ লাখ টাকা এবং খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য এক টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। মোট বরাদ্দ ৬ দশমিক ৪ শতাংশ, যা জনসংখ্যার আনুপাতিক হারের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।
সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উত্থাপন করা হয়, এর মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বাজেট থেকে বার্ষিক বরাদ্দ প্রদান করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টসমূহকে ফাউন্ডেশনে রূপান্তর করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় এবং জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সঠিক শুমারির উদ্যোগ গ্রহণ, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মন্দির/প্যাগোডা/গির্জা ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, বিগত পাঁচ দশক ধরে বাজেটে ধর্মীয় বৈষম্যের কারণে ৫ হাজার কোটি টাকা সংখ্যালঘুদের উন্নয়ন ও কল্যাণে থোক বরাদ্দ প্রদান, বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জাতীয় পে-স্কেলভুক্ত করা।
সংগঠনের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বৈষম্য থাকা বাঞ্ছনীয় নয়। আনুপাতিক বরাদ্দের মাধ্যমে এই বৈষম্যের অবসান হতে পারে। শুধু আমেরিকা, ভারতের পেছনে ঘুরলে হবে না, তারা যেভাবে গণতন্ত্রের চর্চা করে, সেভাবে চর্চা করতে হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে