আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক সুপার মার্কেট থেকে মুক্তারপুর পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে কোথাও গর্ত, কোথাও স্থায়ী জলাবদ্ধতা। এ দুটি সমস্যায় সড়কপথে চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
শহরের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, যানবাহন ও রোগী চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের অংশে।
স্থানীয় বাসিন্দা, যানবাহনচালক ও পথচারীদের অভিযোগ, শহরের হাসপাতাল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাতায়াতের জন্য এই সড়কই একমাত্র ভরসা। সদর ছাড়াও টঙ্গিবাড়ী, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বহু মানুষ প্রতিদিন এই সড়কে চলাচল করেন।
পঞ্চসার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, এ পথে চলাচল কতটা কষ্টের ভাষায় বোঝানো যাবে না। ২০ টাকার ভাড়া এখন ৪০ টাকা দিতে হয়, তাতেও রিকশাওয়ালা যেতে চায় না। ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় ঠিক থাকে না। এমন প্রধান সড়কের এমন অবস্থা দেশে আর কোথাও আছে কিনা জানি না।
অটোরিকশাচালক আসলাম মিয়া বলেন, বর্ষার শুরু থেকেই রাস্তার এমন অবস্থা। কিছু জায়গায় তো সারাবছরই পানি জমে থাকে। আগে সপ্তাহে একবার গাড়ি মেরামত করলেই চলত, এখন তো প্রতিদিনই যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এদিকে গত বছর বর্ষা মৌসুমেও একই সড়ক বিপর্যস্ত হয়ে পড়ে। তখন ২১ অক্টোবর ৩৪ লাখ ৭৫ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে ‘মাজেদ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক মেরামতের দায়িত্ব দেয় পৌরসভা। ফেব্রুয়ারিতে কাজ শেষ হলেও মাত্র দুই মাসের মধ্যেই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যায়। স্থানীয়দের অভিযোগ, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং ঠিকাদার প্রতিষ্ঠানটি পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে অর্থ লোপাট করেছে।
বর্তমানে পৌরসভা নিজ উদ্যোগে নতুন সংস্কার কাজ শুরু করেছে। এজন্য ২ লাখ ৯৯ হাজার ৭১০ টাকা ব্যয়ে পাথর, পিচসহ প্রয়োজনীয় মালামাল কেনা হয়েছে এবং সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন কাজের দায়িত্বে রয়েছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, দরপত্র ছাড়াই কাজ শুরু করা হয়েছে এবং আগের মতোই অনিয়মের আশঙ্কা করা হচ্ছে। তাঁদের দাবি, এবারও দুই টাকার কাজ করে ২০০ টাকার বিল তৈরির কৌশল নেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী মাহবুব জানান,জনভোগান্তি কমাতে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থায়ী সংস্কারের জন্য প্রায় ২০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই বিষয়ে সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, `আগের কাজ ঠিকই ছিল। কিন্তু সড়কের নিচে গ্যাস ও পানির পাইপ থাকায় হয়তো নতুন গর্ত হয়েছে। এবার যেহেতু পৌরসভা সরাসরি কাজ করছে, তাই কোনো অনিয়মের সুযোগ নেই।’
মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক সুপার মার্কেট থেকে মুক্তারপুর পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে কোথাও গর্ত, কোথাও স্থায়ী জলাবদ্ধতা। এ দুটি সমস্যায় সড়কপথে চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
শহরের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, যানবাহন ও রোগী চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের অংশে।
স্থানীয় বাসিন্দা, যানবাহনচালক ও পথচারীদের অভিযোগ, শহরের হাসপাতাল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাতায়াতের জন্য এই সড়কই একমাত্র ভরসা। সদর ছাড়াও টঙ্গিবাড়ী, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বহু মানুষ প্রতিদিন এই সড়কে চলাচল করেন।
পঞ্চসার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, এ পথে চলাচল কতটা কষ্টের ভাষায় বোঝানো যাবে না। ২০ টাকার ভাড়া এখন ৪০ টাকা দিতে হয়, তাতেও রিকশাওয়ালা যেতে চায় না। ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় ঠিক থাকে না। এমন প্রধান সড়কের এমন অবস্থা দেশে আর কোথাও আছে কিনা জানি না।
অটোরিকশাচালক আসলাম মিয়া বলেন, বর্ষার শুরু থেকেই রাস্তার এমন অবস্থা। কিছু জায়গায় তো সারাবছরই পানি জমে থাকে। আগে সপ্তাহে একবার গাড়ি মেরামত করলেই চলত, এখন তো প্রতিদিনই যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এদিকে গত বছর বর্ষা মৌসুমেও একই সড়ক বিপর্যস্ত হয়ে পড়ে। তখন ২১ অক্টোবর ৩৪ লাখ ৭৫ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে ‘মাজেদ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক মেরামতের দায়িত্ব দেয় পৌরসভা। ফেব্রুয়ারিতে কাজ শেষ হলেও মাত্র দুই মাসের মধ্যেই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যায়। স্থানীয়দের অভিযোগ, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং ঠিকাদার প্রতিষ্ঠানটি পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে অর্থ লোপাট করেছে।
বর্তমানে পৌরসভা নিজ উদ্যোগে নতুন সংস্কার কাজ শুরু করেছে। এজন্য ২ লাখ ৯৯ হাজার ৭১০ টাকা ব্যয়ে পাথর, পিচসহ প্রয়োজনীয় মালামাল কেনা হয়েছে এবং সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন কাজের দায়িত্বে রয়েছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, দরপত্র ছাড়াই কাজ শুরু করা হয়েছে এবং আগের মতোই অনিয়মের আশঙ্কা করা হচ্ছে। তাঁদের দাবি, এবারও দুই টাকার কাজ করে ২০০ টাকার বিল তৈরির কৌশল নেওয়া হচ্ছে।
মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী মাহবুব জানান,জনভোগান্তি কমাতে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থায়ী সংস্কারের জন্য প্রায় ২০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই বিষয়ে সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, `আগের কাজ ঠিকই ছিল। কিন্তু সড়কের নিচে গ্যাস ও পানির পাইপ থাকায় হয়তো নতুন গর্ত হয়েছে। এবার যেহেতু পৌরসভা সরাসরি কাজ করছে, তাই কোনো অনিয়মের সুযোগ নেই।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে