অনলাইন ডেস্ক
রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।
পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।
তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।
এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে পেয়ালা ক্যাফে রেস্টুরেন্টে পরিকল্পিত অগ্নিকাণ্ডের অভিযোগে মেহেদী হাসান রিমন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই প্রতিষ্ঠানটির কর্মচারী। রেস্তোরাঁ থেকে টাকা চুরি বিষয়টি আড়াল করতে তিনি পরিকল্পিতভাবে আগুন দেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তেজগাঁও থানা সূত্রে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ১৫ মিনিটের দিকে কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় অবস্থিত পেয়ালা ক্যাফেতে আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার, কম্পিউটার ও মালামাল পুড়ে যায়। পাশাপাশি ক্যাশবক্সে থাকা ৮৫ হাজার টাকা উধাও হয়ে যায়।
পরে রেস্টুরেন্টের মালিক মঞ্জুরুল আলম খান (৫২) থানায় অভিযোগ দায়ের করলে তেজগাঁও থানায় মেহেদী হাসান রিমনের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়।
তেজগাঁও থানা সূত্র আরও জানায়, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে মেহেদীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছে তিনি অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বড় অঙ্কের টাকা লোকসান করেন। সে জন্য ওই টাকা চুরি করেন। চুরির বিষয়টি আড়াল করতে পরিকল্পিতভাবে সেখানে আগুন লাগান।
এ ছাড়া, মেহেদীর বিরুদ্ধে নোয়াখালীর মাইজদীতে কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ১০ লাখ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ রয়েছে, যা নিয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫