নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।
সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।
সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে